Sunday, August 24, 2025

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে এবং পরে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিতে চেয়ে বারবার দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন দিলীপ ঘোষ। ওকে দল রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর উনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁকে দলে নেওয়ার বিষয়ে কোনও আগ্রহ দেখায়নি। বৃহস্পতিবার বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। আর সৌগত রায়ের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি গেরুয়া শিবিরে কোণঠাসা হওয়ার পরই তৃণমূলের দিকে সত্যিই ঝুঁকেছিলেন দিলীপ ঘোষ? এমন প্রশ্নই রাজনীতির ময়দানে ঘুরপাক খাচ্ছে। তবে সৌগত রায়ের দাবিকে অস্বীকার করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি।

এদিন তৃণমূল সাংসদ বলেন, দিলীপ ঘোষের কথার কোনও জবাব দিতে আমার রুচিতে বাধে। সেকারণেই আমি কোনও জবাব দেব না। ওর যা ক্ষমতা আছে, করে নেবে। তবে এখানেই শেষ নয়, এদিন দিলীপ ঘোষকে ‘ফিটার মিস্ত্রি’ বলেও আক্রমণ করলেন সৌগত রায়। পাশাপাশি দিলীপ ঘোষ ইংরাজি বলতে পারেন না বলেও কটাক্ষ করেন সৌগত।

তবে চুপ করে থাকেননি দিলীপ ঘোষও। পাল্টা সৌগত রায়কে কটাক্ষ করে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, ওনাকে কি আমি বলেছি যে আমাকে পার্টিতে নিন? নাকি উনি নিজেই বিজেপিতে আসতে চাইছিলেন? ওনার প্রমাণ করা উচিত আমি কখন, কাকে, কবে একথা বলেছি! তবে এদিন সৌগত রায়কে কটাক্ষ করতে গিয়ে আগের ভঙ্গিমাতেই ‘আপত্তিকর’ মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। সৌগত রায়কে ‘জুতো পেটার’ নিদান দেন তিনি। একজন প্রবীণ সাংসদকে প্রত্যক্ষভাবে দিলীপের তরফ থেকে এমন ‘কুরুচিকর’ মন্তব্যের সমালোচনা করেছে রাজনৈতিক মহল।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version