Saturday, November 15, 2025

“আমি সর্বদা তোমার স্বপ্ন পূরণের চেষ্টা করব”, রাজীব গান্ধীর জন্মদিনে আবেগঘন টুইট রাহুল-প্রিয়াঙ্কার

Date:

“পাপা, তুমি আমার হৃদয়ের সঙ্গে প্রতি মুহূর্তে আছো। আমি সর্বদা চেষ্টা করব দেশের জন্য তুমি যে স্বপ্ন দেখেছিলে তা আমি যেন পূরণ করতে পারি”। বাবার ৭৮ তম জন্মদিনে আবেগঘন টুইট করলেন পুত্র রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister) রাজীব গান্ধীর (Rajib Gandhi) ৭৮ তম জন্মদিন। বিশেষ দিনে বাবাকে শ্রদ্ধা জানালেন পুত্র রাহুল ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভদরা (Priyanka Gandhi Vadra)। শনিবার সকালে বীরভূমিতে (Veer Bhumi) গিয়ে রাজীব গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন (Tributes) করেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদরা, সংসদের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল সহ দলের নেতা-কর্মীরা। pashapashi সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন রাজীব গান্ধীর উপর একটি ভিডিও এবং ছবির কোলাজ টুইটারে শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ রাহুল। বাবার প্রতি এই আবেগঘন টুইট ইতিমধ্যে মন ছুঁয়েছে নেটিজেনদের। পাশাপাশি দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় কংগ্রেস টুইটারে লেখে, আমরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে জন্মবার্ষিকীতে স্মরণ করছি। তিনি একবিংশ শতাব্দীর ‘ভারতের স্থপতি’ হিসেবে সমাদৃত। তাঁর দূরদর্শী দৃষ্টিভঙ্গির মাধ্যমেই ভারতে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিপ্লবের সূচনা হয়েছিল।

১৯৪৪ সালের ২০ অগাস্ট মুম্বইতে জন্মগ্রহণ করেন রাজীব গান্ধী। ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৪ সালে মা ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর তিনি মাত্র ৪০ বছরে দেশের হাল ধরেন। তিনিই দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরেমবুদুরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান তিনি।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version