Wednesday, December 17, 2025

ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রভাবশালী দলীয় নেতাকে বহিষ্কার বিজেপির

Date:

Share post:

ব্রাহ্মণদের(Brahman) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দলের প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলো মধ্যপ্রদেশ বিজেপি। মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ওই বিজেপি নেতার(BJP Leader) নাম প্রীতম সিং লোধি(Pritam Singh Lodhi)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া তাঁর একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। যেখানে ব্রাহ্মণদের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠেন তিনি। তার অভিযোগ, ‘ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে ব্রাহ্মণরা’। তাঁর এই বক্তব্যের জন্য প্রথমে ভোপালে বিজেপির সদর দফতরে ডেকে পাঠানো হয় ওই নেতাকে। এরপর তাঁকে বহিষ্কার করার পাশাপাশি প্রাথমিক সদস্য পদ কেড়ে নেওয়া হয়।

গত বুধবার রানি অবন্তীবাই লোধির জন্মবার্ষিকী উপলক্ষে গোয়ালিয়র-চম্বল অঞ্চলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলে প্রীতম। সেখানে রাজ্যের মেধাবী পড়ুয়াদের সম্মানিত করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজেপি নেতা বলেন, ব্রাহ্মণরা মানুষের অর্থ আর সম্পত্তি হাতিয়েই ধনী হয়েছে। তাঁর কথায়, “ভাল পরিবারের সুন্দরী মেয়েদের দেখলে ব্রাহ্মণরা তাঁদের বাড়িতে খেতে যেতে চান। তাঁরা তরুণীদের সামনে বসিয়ে বর্ষীয়ান মহিলাদের পিছনের আসনে বসতে বাধ্য করেন।”

ব্রাহ্মণদের নিয়ে এহানো মন্তব্যের পরই ওই নেতার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে রক্ষণশীল গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের বিজেপি সম্পাদক ভগবানদাস সাবনানি বলেন, “বিজেপি নেতা প্রীতম লোধি একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন যা দলের দৃষ্টিভঙ্গির বিপরীত। তাঁর মতামতের সঙ্গে দল কখনওই একমত নয়। লোধিকে ডেকে পাঠিয়ে নোটিস দেওয়া হয়েছে। উনি লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন। কিন্তু দল তাতেও সন্তুষ্ট না হওয়ায় ওঁকে আগামী ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

spot_img

Related articles

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...