Wednesday, December 17, 2025

ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রভাবশালী দলীয় নেতাকে বহিষ্কার বিজেপির

Date:

Share post:

ব্রাহ্মণদের(Brahman) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দলের প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলো মধ্যপ্রদেশ বিজেপি। মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ওই বিজেপি নেতার(BJP Leader) নাম প্রীতম সিং লোধি(Pritam Singh Lodhi)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া তাঁর একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। যেখানে ব্রাহ্মণদের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠেন তিনি। তার অভিযোগ, ‘ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে ব্রাহ্মণরা’। তাঁর এই বক্তব্যের জন্য প্রথমে ভোপালে বিজেপির সদর দফতরে ডেকে পাঠানো হয় ওই নেতাকে। এরপর তাঁকে বহিষ্কার করার পাশাপাশি প্রাথমিক সদস্য পদ কেড়ে নেওয়া হয়।

গত বুধবার রানি অবন্তীবাই লোধির জন্মবার্ষিকী উপলক্ষে গোয়ালিয়র-চম্বল অঞ্চলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলে প্রীতম। সেখানে রাজ্যের মেধাবী পড়ুয়াদের সম্মানিত করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজেপি নেতা বলেন, ব্রাহ্মণরা মানুষের অর্থ আর সম্পত্তি হাতিয়েই ধনী হয়েছে। তাঁর কথায়, “ভাল পরিবারের সুন্দরী মেয়েদের দেখলে ব্রাহ্মণরা তাঁদের বাড়িতে খেতে যেতে চান। তাঁরা তরুণীদের সামনে বসিয়ে বর্ষীয়ান মহিলাদের পিছনের আসনে বসতে বাধ্য করেন।”

ব্রাহ্মণদের নিয়ে এহানো মন্তব্যের পরই ওই নেতার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে রক্ষণশীল গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের বিজেপি সম্পাদক ভগবানদাস সাবনানি বলেন, “বিজেপি নেতা প্রীতম লোধি একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন যা দলের দৃষ্টিভঙ্গির বিপরীত। তাঁর মতামতের সঙ্গে দল কখনওই একমত নয়। লোধিকে ডেকে পাঠিয়ে নোটিস দেওয়া হয়েছে। উনি লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন। কিন্তু দল তাতেও সন্তুষ্ট না হওয়ায় ওঁকে আগামী ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

spot_img

Related articles

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...