Monday, May 5, 2025

পেশায় সরকারি চাকুরে। কিন্তু তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের জব্বলপুরে। গোপন সূত্রে খবর পেয়ে জব্বলপুরের আঞ্চলিক পরিবহণ আধিকারিক সন্তোষ পাল সিং-এর বাড়িতে গভীর রাতে অভিযান চালায় অর্থনৈতিক অপরাধ শাখা তথা EOW। তাঁর বাড়ি থেলে ১৬ লক্ষ টাকা নগদ এবং বহুমূল্য গয়না উদ্ধার করেন আধিকারিকরা। যদিও জানা গিয়েছে, এই সামান্য পরিমাণ টাকা অভিযুক্ত সরকারি চাকুরীজীবী সন্তোষ পাল  সিং-এর মালিকাধীন সম্পত্তির সামান্য অংশমাত্র।

আরও পড়ুন: Uttarpradesh: বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম, প্রকাশ্যে জুতোপেটা খেলেন বিজেপি নেতা

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ওই সরকারি আধিকারিক সন্তোষ পাল সিং ৩০০ কোটি টাকার সম্পদের মালিক। সন্তোষ পাল নিজে আরটিও আধিকারিক। তাঁর স্ত্রী রেখা পালও একই অফিসে করণিকের কাজ করেন।শুধু স্ত্রীই নন, আরটিওতে কাজ করেন সন্তোষের বেশ কয়েকজন আত্মীয়ও। তিনি ছয়টি বাড়ি এবং একটি খামারবাড়ির মালিক। তাঁর নামে রয়েছে দুটি দোকানও। এছাড়াও, তাঁর রয়েছে একটি স্করপিও, একটি পালসার বাইক এবং একটি বুলেট।

গত চার বছর ধরে জবলপুরে পোস্টিংয়ে ছিলেন  সন্তোষ পাল সিং। প্রায় দু’বছর ধরে এই আধিকারিকের গতিবিধি এবং তাঁর সম্পত্তির উপর নজর রাখছিল ইওডব্লিউ। দু’বছরে তাঁর সম্পত্তি আয়ের তুলনায় ৬৫০ গুণ বেড়েছে বলে জানিয়েছে ইওডব্লিউ।

সন্তোষ পাল সিং-এর মাসিক বেতন ৬৫ হাজার টাকা। কিন্তু কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী তিনি কীভাবে হলেন, তা দেখে তাজ্জব গোটা দেশ। জব্বলপুরের শতান্দীপুরমে ১০ হাজার বর্গফুটের দুটো বাড়িও রয়েছে তাঁর। এছাড়া গৌরীঘাটে ১,২৪৭ বর্গফুট এবং ১,১৫০ বর্গফুটের দু’টি বাড়ি এবং আরও দু’টি বাড়ি রয়েছে তাঁর নামে। বিপুল পরিমাণ এই সম্পত্তি কীভাবে তাঁর কাছে এলো, কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে ইওডব্লিউ।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version