Saturday, August 23, 2025

পেশায় সরকারি চাকুরে। কিন্তু তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের জব্বলপুরে। গোপন সূত্রে খবর পেয়ে জব্বলপুরের আঞ্চলিক পরিবহণ আধিকারিক সন্তোষ পাল সিং-এর বাড়িতে গভীর রাতে অভিযান চালায় অর্থনৈতিক অপরাধ শাখা তথা EOW। তাঁর বাড়ি থেলে ১৬ লক্ষ টাকা নগদ এবং বহুমূল্য গয়না উদ্ধার করেন আধিকারিকরা। যদিও জানা গিয়েছে, এই সামান্য পরিমাণ টাকা অভিযুক্ত সরকারি চাকুরীজীবী সন্তোষ পাল  সিং-এর মালিকাধীন সম্পত্তির সামান্য অংশমাত্র।

আরও পড়ুন: Uttarpradesh: বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম, প্রকাশ্যে জুতোপেটা খেলেন বিজেপি নেতা

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ওই সরকারি আধিকারিক সন্তোষ পাল সিং ৩০০ কোটি টাকার সম্পদের মালিক। সন্তোষ পাল নিজে আরটিও আধিকারিক। তাঁর স্ত্রী রেখা পালও একই অফিসে করণিকের কাজ করেন।শুধু স্ত্রীই নন, আরটিওতে কাজ করেন সন্তোষের বেশ কয়েকজন আত্মীয়ও। তিনি ছয়টি বাড়ি এবং একটি খামারবাড়ির মালিক। তাঁর নামে রয়েছে দুটি দোকানও। এছাড়াও, তাঁর রয়েছে একটি স্করপিও, একটি পালসার বাইক এবং একটি বুলেট।

গত চার বছর ধরে জবলপুরে পোস্টিংয়ে ছিলেন  সন্তোষ পাল সিং। প্রায় দু’বছর ধরে এই আধিকারিকের গতিবিধি এবং তাঁর সম্পত্তির উপর নজর রাখছিল ইওডব্লিউ। দু’বছরে তাঁর সম্পত্তি আয়ের তুলনায় ৬৫০ গুণ বেড়েছে বলে জানিয়েছে ইওডব্লিউ।

সন্তোষ পাল সিং-এর মাসিক বেতন ৬৫ হাজার টাকা। কিন্তু কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী তিনি কীভাবে হলেন, তা দেখে তাজ্জব গোটা দেশ। জব্বলপুরের শতান্দীপুরমে ১০ হাজার বর্গফুটের দুটো বাড়িও রয়েছে তাঁর। এছাড়া গৌরীঘাটে ১,২৪৭ বর্গফুট এবং ১,১৫০ বর্গফুটের দু’টি বাড়ি এবং আরও দু’টি বাড়ি রয়েছে তাঁর নামে। বিপুল পরিমাণ এই সম্পত্তি কীভাবে তাঁর কাছে এলো, কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে ইওডব্লিউ।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version