Friday, November 14, 2025

‘বুড়ো দামড়া লোক’; মন্ত্রী অরূপকে বেনজির আক্রমণ সাংসদ প্রসূনের

Date:

এবার নাম না করে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে অস্বস্তিতে শাসক দল ৷ সরাসরি মন্ত্রী অরূপ রায়ের নাম না করে শনিবার এক সভা থেকে সাংসদ প্রসূন বলেন, উনি তো আমাদের পার্টির কেউই নন। কোনও সভাপতিই তো এখনও তো হননি। ও সারাদিনই ঘুরছে। এই করছে, সেই করছে। বাজনা বাজাচ্ছে ছেলেদের সঙ্গে। একটু একটু করতে দিতে হয়। কোনও অসুবিধা নেই। থাকতে দিতে হয়। এই লোককে সভাপতি করা হবে? মঞ্চ থেকে প্রশ্ন ছুঁড়ে দেন প্রসূন।

প্রসূনের স্পষ্ট বক্তব্য, সব অভিষেক করছে। আমার বাবাও করছে না। আমার মা’ও করছে না। অভিষেক বুঝেছে হাওড়ায় কি করতে হবে। পার্টিতে দু’টো করে লাইন চলছিল। ইয়ার্কি হচ্ছে? এতো বুড়ো দামড়া লোক আপনি। আমারও এত বয়স। আমরা যদি নোংরামি করি কি হবে পার্টিতে? পার্টিতে একটা এমপি, একটা মন্ত্রী নোংরামি করবে?এত বার করে জিতিয়ে এনেছে পার্টি। আমি যদি নোংরামি করি জুতো মারা উচিত আমাকে। ইয়ার্কি হচ্ছে? যে পারছে একটা টিম করে নেমে পড়ল !প্রসূনের এই বক্তব্য প্রসঙ্গে অরূপ রায় বলেন, আমি একজন দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক। আমি দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির সম্পর্কে প্রকাশ্যে বলা সমীচীন বলে মনে করি না। সুতরাং এই ব্যাপারে কোনও মন্তব্য করব না। যে বিষয়ে বলা হচ্ছে সেটা আমি জানিই না। আমি জেলা সভাপতির কাছ থেকে খবর নেব।
যদিও অরূপ রায়ের বিরুদ্ধে দলের নেতাদের এর আগেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। প্রকাশ্যে প্রসূনের এই বক্তব্য নিয়ে দল আদৌ কোনও ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার।

 

 

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version