Saturday, November 8, 2025

স্টেশন প্লাজা , গাড়ি পার্কিং -মহিলা চালক, কলকাতাকে টেক্কা দেবে ঢাকা মেট্রো!

Date:

বিশেষ প্রতিনিধি, ঢাকা: কলকাতাকে রীতিমতো টেক্কা দেবে ঢাকা মেট্রো । হ্যাঁ, এভাবেই আঁটঘাট বেধে শুরু হতে চলেছে ঢাকার মেট্রো পরিষেবা । মেট্রো স্টেশনের সিঁড়ি বা লিফটের একেবারে কাছেই নিজেদের ব্যক্তিগত গাড়ি রাখতে পারবেন যাত্রীরা। এমনকি বাস, ট্যাক্সি, অটোয় চড়া যাত্রীরাও স্টেশনের কাছে নামতে পারবেন। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যে এমন বিশেষ ব্যবস্থা থাকছে ঢাকা মেট্রোয়।

ঢাকা মেট্রোর চারটি স্টেশনে এই বিশেষ ব্যবস্থা থাকবে। তৈরি করা হচ্ছে ‘স্টেশন প্লাজা’।
জানা গিয়েছে, উত্তরা, আগারগাঁও, ফার্মগেট, কমলাপুর স্টেশনে এই প্লাজা তৈরি করা হবে। আরও জানা গিয়েছে, উত্তরা ও কমলাপুরের মাঝপথে আগারগাঁও ও ফার্মগেটেও দু’টি স্টেশন প্লাজা থাকবে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট ১৭টি স্টেশন থাকবে।
লিফট, চলমান সিঁড়ি ও সিঁড়ি। এই তিন ব্যবস্থায়ী থাকছে স্টেশনে ওঠা নামার জন্য।‘ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’ (ডিএমটিসিএল) সূত্রে জানানো হয়েছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ন’টি স্টেশনে লিফট ও চলমান সিঁড়ির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
প্রথমে ঢাকার এই মেট্রো রেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২২ হাজার কোটি টাকা। পরে সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব দেয় ডিএমটিসিএল। অনুমোদন পেলে প্রকল্পের ব্যয় দাঁড়াবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
জাপান থেকে ইতিমধ্যেই ১৫টি মেট্রোর রেক ঢাকায় আনা হয়েছে। আরও ন’টি রেক আসার কথা। ঢাকার মেট্রো রেল চালকদের মধ্যে থাকছেন মহিলা চালকও। সব ঠিকঠাক চললে ২০২৫ এ ডিসেম্বরের মধ্যেই ঢাকায় চালু হয়ে যাবে অত্যাধুনিক মেট্রো রেল পরিষেবা।

 

 

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...
Exit mobile version