Saturday, November 8, 2025

মরশুমের প্রথম ম‍্যাচে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)। ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম‍্যাচে ইন্ডিয়ান নেভির সঙ্গে গোলশূন‍্য ড্র করল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। পিন্টু মাহাত, ব্রিটোদের বিরুদ্ধে ড্র করেই খুশি থাকতে হল লাল-হলুদ ব্রিগেডকে। ম‍্যাচে এদিন কোনও বিদেশি ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন কনস্ট্যান্টাইন ।

ম‍্যাচে এদিন বেশ কয়েকবার গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। বিশেষত ম্যাচের একেবারে শেষদিকে। তবে জালে বল ঠেলতে পারলেন না ভিপি সুহের, সুমিত পাসিরা। যার ফলে ১০,০০০ লাল-হলুদ সমর্থককে হতাশ হয়েই ফিরতে হল। এদিকে খেলার বয়স তখন মাত্র আট মিনিট তার মধ্যেই চোট পেয়ে বাইরে চলে যেতে হয় ইমামি ইস্টবেঙ্গলের স্ট্রাইকার নাওরেম মহেশ সিংকে। তবে তাঁর জায়গায় তুহিন দাস বেশ ভাল ফুটবল খেললেন। যদিও একজন স্ট্রাইকার থাকার সুবিধা থেকে বঞ্চিত হল ইমামি ইস্টবেঙ্গল। বেঞ্চে মাত্র ছয় ফুটবলার। যাদের মধ্যে পাঁচজনকেই পরিবর্ত হিসেবে ব্যবহার করেন স্টিফেন।

ম‍্যাচে এদিন বারবার সেটপস ব্যবহারের ক্ষেত্রে দক্ষতার অভাব চোখে পড়ছিল। সাধারণ ভাবে স্টিফেন কনস্ট্যানটাইন সেট পিসের ব্যবহার করেন দারুণভাবে। সেই জন্যই স্টিফেনের উপর প্রত্যাশা ছিল অনেক বেশি ছিল। তবে বারবার সুযোগ পেয়েও গোল করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। অ্যালেক্স লিমা বা সৌভিক চক্রবর্তী আসার পরেও সেটপিস থেকে গোল করতে পারেননি। প্রথম ম্যাচেই লাল-হলুদে স্ট্রাইকারের অভাব বোঝা গিয়েছে। পাসি এর আগে জাতীয় দল বা জামশেদপুরের হয়েও গোল নষ্ট করেছেন। ইমামি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচেও তাঁকে দেখে হতাশ সমর্থকরা।

আরও পড়ুন:একদিনের সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version