Wednesday, November 12, 2025

‘কাশীপুরের মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে নারকেলডাঙায়’:বিজেপিকে তোপ কুণালের

Date:

কাশীপুরের মিথ্যাচারের পুনরাবৃত্তি হচ্ছে নারকেলডাঙায়। এক অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। ইস্যু না পেয়ে বিজেপি মিথ্যা কুৎসা করছে । নারকেলডাঙার ঘটনায় বিজেপিকে ঠিক এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আরও পড়ুন:প্রোমোটিং ঘিরে বিবাদ! নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগে গ্রেফতার ৮

পাশাপাশি তিনি এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাফ জানান, নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা আক্রান্ত হওয়ার ঘটনা পুরোটাই বাড়িওয়ালা ও ভাড়াটের বিবাদের জের। এর সঙ্গে কোনওধরণের রাজনৈতিক সম্পর্ক নেই।

রবিবার নারকেলডাঙায় প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে শিবশঙ্কর দাস এবং তাঁর পরিবারের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ওঠে ৷ ঘটনায় রাজনৈতিক রঙ চড়িয়ে নারকেলডাঙা থানা ঘেরাও করে বিজেপি। হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পুরো ঘটনাটিকে তিনি মধ্যযুগীয় বর্বরতা বলে শাসকদলকে নিশানা করেন। এরপরই এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন কুণাল ঘোষ।এমনকি তিনি এও জানান,নারকেলডাঙার ঘটনা রাজনীতি থেকে বহু দূরে এক পরিবারের সমস্যা। একজন অন্তঃসত্ত্বা মাকে নিয়ে এধরণের কুৎসা করা উচিত নয়। এখানে কোনও দলেরই থাকা উচিত নয়।

প্রসঙ্গত, এই ঘটনায় আক্রান্ত অন্তঃসত্ত্বা মা এবং তাঁর সন্তান সুস্থ রয়েছেন৷ এমনটাই জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক তপন কুমার নস্কর ৷ তিনি জানান, আজ সকালে অন্তঃসত্ত্বার শারীরিক পরীক্ষা করা করেছেন ৷ মহিলার একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ পাশাপাশি গর্ভে থাকা শিশুর অবস্থান বুঝতে ইউএসজি করা হয় ৷ সব রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক৷এমনকি ভবিষ্যতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি ৷

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version