Tuesday, August 26, 2025

ঘোষণা হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন

Date:

ঘোষণা হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচনের দিন। আগামী ২ সেপ্টেম্বর হতে চলেছে এআইএফএফ-এর নির্বাচন। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ২৫ আগস্ট থেকে। একটি নোটিশ দিয়ে এমনটাই জানান রিটার্নিং অফিসার উমেশ সিনহা। গত ১৫ আগস্ট মধ‍্যরাতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA), ভারতীয় ফুটবলে তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করায় এআইএফএফ-কে নির্বাসিত করেছে। গত সোমবার ফিফার নির্দেশ মেনে সুপ্রিম কোর্ট (Supreme Court) সিওএ-কে (CoA) বাতিল করেছে। এছাড়াও পিছিয়ে দেয় নির্বাচন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সরাসরি ফিফার সঙ্গে নির্বাচনের বিষয় কথাবার্তা বলছে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা যাবে এবং রবিবার জমা পড়া সেই মনোনয়ন যাচাই করা হবে। রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন এবং ৩০ আগস্ট এআইএফএফ ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। এমনটাই জানান হয়েছে নোটিশে।

এছাড়া জানান হয়েছে, ২ সেপ্টেম্বর নির্বাচন হবে আর সেই দিন বা তার পরের দিন নির্বাচনের ফল প্রকাশ করা হবে। ফিফা গত ১৫ আগস্ট ভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান ঘোষণা করে দেয়। ফলে অনুর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ ভারতে হওয়া নিয়ে সংশয় তৈরি হয়। সোমবারই এই বিষয় রায় দেয় সুপ্রিম কোর্ট। তারা জানিয়ে দেয় এরপর সিওএ-এর কোনও ভূমিকা থাকবে না। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধর গোটা বিষয়টা দেখবেন।

এআইএফএফকে নির্বাসিত করায় সঙ্কটে ভারতীয় ফুটবল। তাই দ্রুত নির্বাচন করে কমিটি গঠন করতে পারলে নির্বাসন থেকে মুক্তি পাবে ভারতীয় ফুটবল।

আরও পড়ুন:জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে ‘কালা চশমা’ গানে সেলিব্রেশনে মাতলেন ধাওয়ান-গিলরা

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version