Thursday, August 21, 2025

একই বিল্ডিংয়ে উপস্থিত । বিজেপির কোর কমিটির বৈঠক চলছে। অথচ অনুপস্থিত থাকলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh absent in party organizational meeting)। সোমবার বঙ্গ বিজেপির হেস্টিংস কার্যালয়ে রাজ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধোণ্ড, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বাকি নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য । সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে গরহাজির থাকলেন তিনি ।

কিন্তু কেন যোগ দিলেন না দিলীপ ঘোষ ? এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ৷আসন্ন নবান্ন অভিযান-সহ পঞ্চায়েত নির্বাচনের রোডম্যাপ ছকে নিতে সোমবার সারাদিন ধরেই হেস্টিংসের কার্যালয়ে ছিল বৈঠক । সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা যে কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল সেখানে দিলীপ ঘোষের আমন্ত্রণ থাকলেও তিনি উপস্থিত ছিলেন না ৷ আরও আশ্চর্যের ব্যাপার হল তিনি এদিন হেস্টিংস-এর দলীয় কার্যালয়ে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় প্রবেশ করেন ৷ তারপর কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে সোজা চারতলায় নিজের ঘরে চলে যান ৷ যে বৈঠকের কথা বলা হচ্ছে, সেটিও ছিল চার তলাতেই ।
বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, দিলীপ ঘোষকে আজকের বৈঠকের কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল । কিন্তু তিনি আজ বৈঠকে অংশগ্রহণ করেননি । রাজ্য সভাপতি বলেন, “হয়ত তিনি কোনও কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন তাই আসেননি । অথবা দরজা বন্ধ ছিল বলে তিনি হয়ত বুঝতে পারেননি ।”

ইডি ও সিবিআই নিয়ে রবিবার দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা নিয়ে সুকান্ত মজুমদার মন্তব্য করতে না চাইলেও তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর কাছে এই বিষয়ে কোনও ব্যাখ্যা চায়নি ।
জানা গিয়েছে, দিলীপ ঘোষ বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্যর সঙ্গে একান্তে বৈঠক সেরেছেন । তবে এখন প্রশ্ন, রাজ্য স্তরে সাংগঠনিক বৈঠক বলেই দিলীপ ঘোষ এদিন গরহাজির রইলেন ? নাকি তাঁকে ওই বৈঠকে অংশগ্রহণ করতে দেওয়া হল না ? দিনের সমস্ত বৈঠক সেরে একে একে রাজ্য নেতৃত্বরা বেরিয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ দলীয় কার্যালয়েই ছিলেন দিলীপ ঘোষ । তিনি এই বিষয় কিছু বলতে চাননি ।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version