একই বিল্ডিংয়ে উপস্থিত । বিজেপির কোর কমিটির বৈঠক চলছে। অথচ অনুপস্থিত থাকলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh absent in party organizational meeting)। সোমবার বঙ্গ বিজেপির হেস্টিংস কার্যালয়ে রাজ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধোণ্ড, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বাকি নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসেন বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য । সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে গরহাজির থাকলেন তিনি ।
কিন্তু কেন যোগ দিলেন না দিলীপ ঘোষ ? এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা ৷
বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, দিলীপ ঘোষকে আজকের বৈঠকের কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল । কিন্তু তিনি আজ বৈঠকে অংশগ্রহণ করেননি । রাজ্য সভাপতি বলেন, “হয়ত তিনি কোনও কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন তাই আসেননি । অথবা দরজা বন্ধ ছিল বলে তিনি হয়ত বুঝতে পারেননি ।”
ইডি ও সিবিআই নিয়ে রবিবার দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তা নিয়ে সুকান্ত মজুমদার মন্তব্য করতে না চাইলেও তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর কাছে এই বিষয়ে কোনও ব্যাখ্যা চায়নি ।
জানা গিয়েছে, দিলীপ ঘোষ বিজেপি-র আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্যর সঙ্গে একান্তে বৈঠক সেরেছেন । তবে এখন প্রশ্ন, রাজ্য স্তরে সাংগঠনিক বৈঠক বলেই দিলীপ ঘোষ এদিন গরহাজির রইলেন ? নাকি তাঁকে ওই বৈঠকে অংশগ্রহণ করতে দেওয়া হল না ? দিনের সমস্ত বৈঠক সেরে একে একে রাজ্য নেতৃত্বরা বেরিয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ দলীয় কার্যালয়েই ছিলেন দিলীপ ঘোষ । তিনি এই বিষয় কিছু বলতে চাননি ।