Monday, August 25, 2025

সূচি ঘোষণা লেজেন্ড লিগ ক্রিকেটের, ১৬, ১৭, ১৮ ইডেনে তিনটি ম‍্যাচ

Date:

চলতি বছর লেজেন্ড লিগ ক্রিকেটের (Legends League Cricket) আসর বসতে চলেছে ভারতে (India)। কলকাতা-সহ ছ’টি শহরে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। কলকাতা ছাড়া এই লিগের ম‍্যাচ গুলি হতে চলেছে দিল্লি, কটক, লখনউ, যোধপুর। তবে প্লে-অফ পর্বের ম্যাচগুলি কোথায় হবে, তা এখনও জানানো হয়নি। কলকাতায় হবে তিনটি ম‍্যাচ। মঙ্গলবার সূচি ঘোষণা করে এমনটাই জানাল লেজেন্ড লিগ ক্রিকেট কমিটি।

আগামী ১৬ সেপ্টেম্বর বিশেষ ম্যাচ দিয়েই এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইন্ডিয়ান মহারাজাস-ওয়ার্ল্ড জায়ান্টসের বিশেষ ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। এই ম‍্যাচটি হবে কলকাতায়। যে ম্যাচে ভারতীয় একাদশকে নেতৃত্ব দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় বাকি দুটি ম‍্যাচ হবে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর।

কলকাতা ছাড়াও ম‍্যাচ হবে লখনউয়ে ২১ এবং ২২ সেপ্টেম্বর। দিল্লিতে হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। কটকে হবে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর। এবং যোধপুরে ১ এবং ৩ অক্টোবর খেলাগুলি হবে। ৫ এবং ৭ অক্টোবর দু’টি প্লে-অফ এবং ৮ অক্টোবর হবে ফাইনাল।

এদিন এই নিয়ে লেজেন্ড লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা বলেন, “ক্রিকেটপ্রেমী এবং দর্শকদের অপেক্ষা শেষ হতে চলেছে। টিকিটের দাম কত হবে, কবে থেকে কীভাবে পাওয়া যাবে সব কিছুই দ্রুত জানিয়ে দেওয়া হবে। ১০টি দেশের প্রাক্তন ক্রিকেটাররা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। দারুণ এক মরশুম আমরা দেখতে চলেছি। তবে এই বছর কোনও পাকিস্তানের ক্রিকেটার নেই। আমরা দ্রুত ড্রাফটে আরও কিছু আন্তর্জাতি ক্রিকেটার নেব। আমাদের লেজেন্ডসরা পুরো মরশুম খেলবে। কোনও ম্যাচে তাঁদের পাওয়া যাবে না, এমনটা ঘটবে না। কারণ সেই সময়ে অন্য কোনও লিগের সঙ্গে তাঁরা যুক্ত থাকবেন না। আমরা দেরাদুনে ফাইনাল করার কথা ভাবছি।”

আরও পড়ুন:নির্বাসন তুলে নিতে ফিফাকে চিঠি এআইএফএফ-এর

 

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version