Tuesday, November 11, 2025

হুমকি চিঠির ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপির আইনজীবীরা

Date:

বিচারককে হুমকি দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল বিচারককে হাতজোড় করে আবেদন করেন, ‘চিঠি যারা দিয়েছে, তাদের সিবিআই তদন্ত হোক’। তবে বিচারক সাফ জানান, ‘গরু পাচার মামলার সঙ্গে এই চিঠির কোনও যোগাযোগ নেই।আমি এই মামলার পার্ট হতে চাই না’। তবে এই ঘটনা নিয়ে জলঘোলা করতে ময়দান  নেমে পড়েছে বিজেপি। বুধবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির। আজ প্রধান বিচারপতি এন ভি রমণের সঙ্গে দেখা করার কথা রয়েছে বিজেপির আইনজীবীরা।

আরও পড়ুন:আদালতে পেশের আগে শক্তিগড়ে ব্রেকফাস্ট সারলেন অনুব্রত

এ দিন সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বসু-সহ তিন জন আইনজীবী প্রধান বিচারপতি সঙ্গে দেখা করার কথা রয়েছে। এমনকি লিখিত আকারে প্রতিবাদ জানাবেন বলে খবর। এই ঘটনা দেশের বিচার ব্যবস্থাকে আঘাত করা হয়েছে বলে দাবি আইনজীবীদের।

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চলছে গরু পাচার সংক্রান্ত মামলা। সেই মামলাতেই আজ, বুধবার আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। ঠিক তার আগে একদিন আগে হুমকি চিঠি পান আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক। অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে, পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় চিঠিতে। ২০ অগাস্ট পাঠানো এই চিঠিতে প্রেরক হিসেবে সই রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে একজনের। তবে যাঁর নামে এই চিঠি দেওয়া হয়েছে, তাঁর দাবি, এ বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না তিনি।এমনকি তদন্তের দাবিও জানান তিনি।

Related articles

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...
Exit mobile version