Tuesday, August 26, 2025

৫৩ বিধায়ককে নিয়ে বিস্ফোরক কেজরিওয়াল, দিল্লি দখলে বিজেপির বাজেট ৮০০ কোটি!

Date:

রাজধানী দিল্লিতে এই মুহুর্তে রাজনৈতিক আলোড়ন তুঙ্গে।কারণ, মহারাষ্ট্রের কায়দায় দিল্লি সরকারেও ঘোড়া কেনাবেচার মাধ্যমে ফাটল ধরাতে চাইছে বিজেপি, অভিযোগ আম আদমি পার্টির। নতুন আবগারি নীতি নিয়ে যে রাজনীতি শুরু হয়েছিল তা এখন আরও তীব্র আকার নিয়েছে । আপ বিধায়ক দিলীপ পান্ডে বৃহস্পতিবার অভিযোগ করেন যে, তার দলের ৪০ জন বিধায়ককে কেনার চেষ্টা চলছে। বিধায়কদের ২০ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। কাকতালীয়ভাবে বৃহস্পতিবার সকালেই জানা যায় কমপক্ষে সাতজন আপ বিধায়কের খোঁজ মিলছে না।
এই পরিস্থিতেই বৃহস্পতিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আম আদমি পার্টির বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। কোনও বিধায়ক যাতে দল না ছাড়েন, তার জন্যই এই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।কারণ, গত সন্ধ্যা থেকে সাত বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারছে না দল। বুধবারই এই মর্মে আম আদমি পার্টির রাজনৈতিক বিষয়ক কমিটির তরফে একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়।
এই বিষয়ে আপ বিধায়ক দিলীপ পাণ্ডে জানান, সমস্ত বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সকলের কাছেই বার্তা পাঠানো হয়েছে এবং যাদের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি, তাদের খোঁজ করা হচ্ছে। বিজেপি আমাদের দল ভাঙার চেষ্টা করছে। কমপক্ষে ৪০ জন বিধায়ককে ভাঙিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করছে।কেজরিওয়ালের অভিযোগ, দিল্লি দখল করতে ৮০০ কোটির বাজেট নিয়েছে বিজেপি।
বৃহস্পতিবার বৈঠকের পর দলের ৫৩ বিধায়ককে নিয়ে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান কেজরিওয়াল। সেখান থেকেই দাবি করলেন, BJP তাঁর দলে ভাঙন ধরাতে ব্যর্থ। দিল্লির আম আদমি পার্টি বিধায়করা তাঁর সঙ্গেই আছেন।

 

 

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version