Sunday, November 9, 2025

নাম-ছবি ব্যবহার করে ফেক প্রোফাইলে অপকর্ম, থানায় অভিযোগ দায়ের কুণালের

Date:

তিনি পেশায় বাংলার স্বনামধন্য সাংবাদিক। সমাজসেবক। আবার শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র। তিনি কুণাল ঘোষ। অতিপরিচিত ও জনপ্রিয় একটি মুখ। সোশ্যাল মিডিয়াতে তিনি ব্যক্তিগত হোক, সামাজিক কিংবা রাজনৈতিক, বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন। তাঁর প্রচুর ফলোয়ার। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতেই এবার বিপত্তি।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাঁর নাম ও ছবি ব্যবহার করে কেউ বা কারা অপকর্ম চালাচ্ছে। এবং সেই অভিযোগ নিয়েই এবার আইনের দ্বারস্থ হয়েছেন কুণাল। ইতিমধ্যেই নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন:গরু পাচার মামলায় এবার তৎপর ইডি

গত ২২ আগস্ট কুণাল ঘোষ লক্ষ্য করেন তাঁর ফেসবুকে তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রোফাইল খোলা হয়েছে। যার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এবং সেই প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে নেটিজেনদের। শুধু তাই নয়, কুণালের নাম করে টাকাও চাওয়া হচ্ছে বলে অভিযোগ।

ওইদিন রাতেই সকলকে সতর্ক করে কুণাল ঘোষ নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “জরুরি। FBতে আমার নাম করে অনেকের কাছে friend request যাচ্ছে। আমি কাউকে অনুরোধ পাঠাই নি। দয়া করে কেউ সাড়া দেবেন না। অন্য কেউ কিছু অপকর্ম চালাচ্ছে।”

এই অপকর্মে রুখতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কুণাল ঘোষ। নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার পরদিনই অর্থাৎ গত ২৩ আগস্ট। অভিযোগপত্রের বয়ানে কুণাল লিখেছেন, “এই ঘটনার তদন্ত হোক। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানাচ্ছি। এই প্রথম নয়, আগেও এমন সমস্যার সম্মুখিন হয়েছি। কিন্তু সমাধান হয়নি। বারে বারে এমন ঘটনা আমার কাছে অত্যন্ত অস্বস্তিকর।” অভিযোগপত্রের সঙ্গে ফেক ফেসবুক প্রোফাইল সংক্রান্ত যাবতীয় স্ক্রিনশট নথি হিসেবে নারকেলডাঙা থানাকে দিয়েছেন কুণাল ঘোষ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version