Thursday, August 21, 2025

ইউএস ওপেন (US Open) থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। তিনি নিজেই একথা জানিয়েছেন। জোকারের ভ্যাকসিন না নেওয়া নিয়ে বিতর্ক অনেকদিনের। তিনি তা নিয়েই ইউএস ওপেনে খেলার অনুমতি চেয়েছিলেন। সেই অনুমোদন না পেয়ে শেষ পর্যন্ত তাঁকে সরেই দাঁড়াতে হল।

এদিন টুইটে জোকোভিচ লেখেন, “এবারের ইউএস ওপেন খেলতে আমি নিউইয়র্ক যেতে পারব না। সবার এত বার্তা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। সতীর্থদের অনেক শুভেচ্ছা। নিজেকে সুস্থ রাখছি। আগামী দিনে আবার কোর্টে নামার অপেক্ষায় আছি।”

এদিকে, টুর্নামেন্টের জন্য নিজের সেরাটা দিতে তৈরি রাফায়েল নাদাল। ২৯ অগাস্ট থেকে শুরু হচ্ছে মরশুমের শেষ গ্র্যান্ড স্লামের আসর। তার আগে ছেলেদের টেনিসে রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল বলছেন, ‘‘নিউ ইয়র্ক আমার কাছে বরাবরই স্পেশ্যাল। তাই নিজের সেরাটা উজাড় করে দিতে আমি পুরোপুরি তৈরি।’’ চলতি বছরে ইতিমধ্যেই দু’টি গ্র্যান্ড স্ল্যাম (অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন) জিতেছেন নাদাল। কিন্তু তারপর থেকেই তলপেটের পেশির চোটে তিনি কাবু। এই চোটের জন্য উইম্বলডনের সেমিফাইনালে উঠলেও, নিক কির্ঘিয়সের বিরুদ্ধে কোর্টে নামতে পারেননি স্প্যানিশ তারকা। তাঁর বক্তব্য, ‘‘আমি ফিট। সার্ভ করতে যে অস্বস্তিটা হচ্ছিল, সেটা নেই। চোট নিয়ে না ভেবে সামনে যেতে চাই। মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যামে ভাল খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’

আরও পড়ুন:ডুরান্ড কাপের দ্বিতীয় ম‍্যাচেও জয়ের মুখ দেখল না ইমামি ইস্টবেঙ্গল

 

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...
Exit mobile version