Saturday, November 8, 2025

বিচারককে হুমকি চিঠি, উদ্বিগ্ন আইনজীবীদের একাংশ ভিনরাজ্যে চাইছে অনুব্রত মামলার শুনানি

Date:

গরু পাচারকাণ্ডের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল এখন আসানসোল জেলে বন্দি। রাজ্যের বুকে এই মুহূর্তে অত্যন্ত আলোচিত এই মামলা। যা আসানসোলের বিশেষ সিবিআই আদালতে বিচারাধীন। কিন্তু একেবারে হিন্দি সিনেমার মতো হঠাৎ এক পটভূমি রচিত হয়েছে। যা অত্যন্ত চাঞ্চল্যকর ও উদ্বেগের। যদিও টেকনিক্যালি অনুব্রত মামলার সঙ্গে ঘটনার কোনও সম্পর্ক নেই। তবে তাৎপর্য আছে। কারণ, এই মামলায় বিচারককে হুমকি চিঠি দেওয়ার ঘটনা ঘটেছে। অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারককে অন্য মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে।

আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি আসানসোল আদালত থেকে অন্যত্র সরানোর আবেদন জানিয়েছেন আইনজীবীদের একাংশ। বিচারকের নিরাপত্তার প্রসঙ্গ তুলে অনুব্রত মণ্ডলের মামলা ভিন রাজ্যে স্থানান্তরের আর্জি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন ওই আইনজীবীরা।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট অনুব্রত মামলার বিচারক রাজেশ চক্রবর্তীকে কেউ বা কারা হুমকি চিঠি দেয়। যা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের কাছে অনুব্রত মণ্ডল নাকি বার বার তাঁকে এসএসকেএম হাসপাতালে রেফার করে দেওয়ার জন্য অনুরোধ করেন। যদিও তাঁর সেই অনুরোধ রাখেননি চিকিৎসকরা। সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর আসানসোল জেলা হাসপাতালের সুপার জানিয়েদেন, অনুব্রত মণ্ডলের এখনই জরুরি ভিত্তিতে কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version