Friday, August 22, 2025

সব সুদে-আসলে হিসেব হবে: ফের মাত্রা ছাড়ালেন দিলীপ, পাল্টা তোপ তৃণমূলের

Date:

প্রতিদিনই সকাল থেকে একের পর এক পর কুকথা বলে চলেছেন বিজেপি-র রাজ্য নেতৃত্ব। শুক্রবার, জনসভা থেকে শালীনতার সব মাত্রা ছাড়িয়ে রীতিমতো হুমকি দিলেন বিজেপির সহ সভাপতি (BJP Vice President) তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রকাশ্য সভা থেকে বিতর্কিত মন্তব্য (Controversial Comments) করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগণার পৈলানে বিক্ষোভ মিছিল করে বিজেপি। এদিন দলের আইন আমান্য কর্মসূচিতে অংশ নিয়েই দিলীপ বলেন, পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না। মার পড়লে হাসপাতালেও ভর্তি নেওয়া হবে না। সবে তো শুরু হয়েছে। সব সুদে আসলে হিসেব হবে। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের কথায়, বদলায় বিশ্বাসী নয় তারা। কিন্তু যদি তারা হিসেব নিতে নামে, তাহলে বিজেপি দলটাকেই আর খুঁজে পাওয়া যাবে না।

দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল নেতারা (TMC Leaders) গাছ লাগিয়ে টাকার কুমীর হয়ে গিয়েছেন। টাকা রাখার জন্য ফ্ল্যাট কিনতে হচ্ছে। এদিন দিলীপের অভিযোগ, “কেউ বলছে আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবে। কেউ বলছেন বদলা নেব। এসবের হিসেব হবে। কার চপ্পল জুতো চাই, কার নাগরাই চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না।“

পাশাপাশি, এদিন বিজেপির সহ-সভাপতি হুমকির সুরে বলেন, সারা ভারত জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকের আহুতি হবে। কুকথার সব মাত্রা ছাড়িয়ে যান দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআই (CBI) ঠিক করেছে এক কুইন্টালের ওপরে না হলে তুলবে না। আপনারা যখন পুকুরে মাছ ধরেন মোটা মালগুলোকে আগে তোলেন। তারপর ছোটগুলোকে তুলতে শুরু করেন।“

দিলীপের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। তাদের কথায়, সকাল থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করে একের পরে কুকথা বলছেন গেরুয়া নেতারা। তাঁরা রোজ শালীনতার সীমা লঙ্ঘন করছেন বলে অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল যদি হিসেবে নিতে নামে তাহলে বিজেপি-কে আর খুঁজে পাওয়া যাবে না।

আরও পড়ুন- লক্ষ্য একশো শতাংশ স্বচ্ছতা, কলেজ অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version