Sunday, August 24, 2025

ঝাড়খণ্ড বিধায়কের থেকে টাকা উদ্ধারের ঘটনায় অসমের ব্যবসায়ীকে তলব সিআইডির

Date:

ঝাড়খণ্ডের(Jharkhand) বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এবার অসমের(Assam) ব্যবসায়ীকে তলক করল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি(CID)। শনিবার বিকেল ৪ টেয় ভবানী ভবনে তলব করা হয়েছে অশোক ধনুকা(Ashok Dhanuka) নামের ওই ব্যবসায়ীকে। তদন্তকারীদের অনুমান গোটা ঘটনায় সরাসরি যগ রয়েছে ওই ব্যবসায়ীর।

জানা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী অশোক। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীর গুয়াহাটির বাড়িতে নোটিশ দিতে গিয়েছিল সিআইডি। যদিও অসম পুলিশের তরফে সে কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এবং নোটিশ পাঠালেও হাজিরা দেননি ওই ব্যবসায়ী। পরে দ্বিতীয় দফায় ফের নোটিশ দেওয়া হয় তাঁকে এবং শনিবার বিকেল ৪ টেয় হাজিরার জন্য বলা হয়। যদিও ভবানী ভবনে ওই ব্যবসায়ী আজ হাজিরা দেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তদন্তকারীদের অনুমান, ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে সরাসরি যোগসাজশ রয়েছে অশোক ধানুকার। বিধায়কদের থেকে যে টাকা পাওয়া গিয়েছিল তা ওই ব্যবসায়ীর থেকেই কোনও ভাবে তাঁদের কাছে পৌঁছেছিল কিনা এবং গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা রয়েছে, সে সবই জানতে চায় সিআইডি। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রথমে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে আটক ও পরে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ৩ বিধায়ক ছিলেন, রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারি। ওই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উৎস জানতে তদন্তে নামে রাজ্যের গোয়েন্দারা। তাঁদের দাবি, নগদ অর্থের কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা বলে দাবি পুলিশের। তদন্তে এরপরেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সিআইডি-র দাবি, ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন গুয়াহাটির ব্যবসায়ী অশোক ধানুকা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version