Thursday, August 21, 2025

বেজে গিয়েছে ডার্বির দামামা। রাত পোহালেই বাঙালির ঐতিহ্যের ডার্বি। দীর্ঘ আড়াই বছর পর কলকাতায় ফিরছে ডার্বি। সেই উত্তাপেই কাঁপছে ফুটবলপ্রেমী মানুষ। শেষ চারবারের সাক্ষাৎ-এ ডার্বির রং হয়েছে সবুজ-মেরুন। তবে নতুন মরশুমে ছবিটা একটু অন‍্য। মরশুম শুরু হলেও এখনও জয়ের মুখ দেখেনি জুয়ান ফেরান্দোর দল। সুযোগ তৈরি করেও গোল করতে পারছেন না এটিকে মোহনবাগান ফুটবলাররা। তার খেসারতও দিতে হয়েছে তাদের। এখনও একটাও ম্যাচ জিততে পারেনি তারা। তাই ডার্বির আগে একটু কি চাপে বাগান ব্রিগেড? যদিও এই নিয়ে ভাবছে না ফেরান্দোর দল। বরং এখন থেকেই হুঙ্কার দিয়ে রাখছেন জনি কাউকো। বরং যেকোনও দলকে হারিয়ে দিতে পারেন বলেই দাবি ফিনল্যান্ডের ফুটবলারের।

ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে যাতে গোল করার সমস্যা না হয়, তার দিকে তীক্ষ্ণ নজর রাখছেন কোচ জুয়ান ফেরান্দো। সেই জন্যই ক্লোজ ডোর অনুশীলনে ছোট গোল পোস্টে গোল করতে দেখা যায় ফুটবলারদের। শনিবার সকালে সেটপিস অনুশীলনও করালেন জুয়ান। গোল করার ক্ষেত্রে জনি কাউকো, লিস্টন কোলাসো ও মনবীর সিং-এর উপরেই ভরসা রাখছেন এটিকে মোহনবাগান কোচ।

আড়াই বছর পর ঘরের দর্শকদের সামনে ডার্বি। এই ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন জনি কাউকো। কার্যত হুঙ্কারের সুরেই তিনি বলেন, ”আমাদের যা দল রয়েছে তাতে যে কোনও দলকে হারাতে পারি।”  অপরদিকে জুয়ান বলেন, ”ডার্বি ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এই ম্যাচ কলকাতায় এত দর্শকের সামনে খেলতে পারা সম্মানের।”

আগের চার ম্যাচে লাল-হলুদকে হারিয়েছে সবুজ-মেরুন শিবির। যদিও তা নিয়ে ভাবতে নারাজ জুয়ান। তিনি বলেন, ”আগে কটা ডার্বি জিতেছি, কী হয়েছে, সেটা নিয়ে আমি ভাবতে রাজি নই। এই ম্যাচটা আমরা জিতব। ডার্বি নিয়ে দলের উপর আলাদা করে চাপ নেই। আমরা যদি খারাপ খেলতাম তবে দলের উপর চাপ থাকত। ভাল খেললেও গোল করতে পারছি না। এই জন্যই খারাপ লাগছে।”

প্রতিপক্ষ ইমামি ইস্টবেঙ্গলকে সমীহ করছেন সবুজ মেরুন কোচ জুয়ান। স্টিফেন কনস্ট্যানটাইনের দলের ভারসাম্য যথেষ্ট ভাল বলেই মনে করেন তিনি। এই নিয়ে জুয়ান বলেন, ”ওদের দলে বিদেশিরা বেশ ভাল। আমি খেলা দেখছি। দলটার ভারসাম্যও খুব ভাল। ডার্বিতে কেউ কোনওদিন এগিয়ে থেকে শুরু করে না। আমরাও তার ব্যতিক্রম নই। এটা সকলের কাছেই স্পেশাল। কিছু ভুল-ত্রুটি হচ্ছে তবে তা ডার্বিতে হবে না বলেই আশা করছি।”

এদিকে একেবারেই নতুন দল ইমামি ইস্টবেঙ্গল। লাল-হলুদের দল নিয়ে জনি কাউকো জানিয়েছেন, এখনও ইমামি ইস্টবেঙ্গলের একটাও ম্যাচ দেখেননি। কোচের উপরেই আস্থা রাখছেন ইউরো কাপে খেলা এই ফুটবলার। জনি বলেন, ”সেরা খেলাটা দেওয়ার জন্য আমি তৈরি। যে কোনও প্রান্তেই ডার্বির একটা আলাদা গুরুত্ব থাকে সেটা আমি জানি। তবে এখনও ইমামি ইস্টবেঙ্গলের খেলা দেখিনি। কোচ তাঁর সেরা স্ট্যাটেজিতেই এই ম্যাচ খেলাবেন।

এদিকে নেতার মতোই সতীর্থদের আগলে রাখছেন প্রীতম কোটাল। ডার্বি নিয়ে তিনি বলেন, ”আমাদের দলের অনেকেই ডার্বি খেলেছে। তবে তা ফাঁকা মাঠে। এত দর্শকের সামনে ডার্বি খেলার অভিজ্ঞতা খুব কম রয়েছে। তাই তাদের বোঝাচ্ছি কীভাবে এই চাপ কাটিয়ে উঠতে হবে। নিজেদের দোষেই গত দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছি। সবাইকে ডেকে বলেছি আগের ম্যাচে কী হয়েছে তা ভুলে যাও। আমাদের দলে যে শক্তি রয়েছে তাতে ভাল খেলতে পারলে ডার্বি জিততে সমস্যা হবে না। বাগান সমর্থকরা যাতে আনন্দ করে বাড়ি যেতে পারেন সেটা দেখার দায়িত্ব থাকবে আমাদের উপর।”

আরও পড়ুন:এশিয়া কাপে বিরাটের ব‍্যাটে রান ফিরবে বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version