Tuesday, May 6, 2025

বিজেপি শাসিত কর্নাটকে শিক্ষায় ব্যাপক দুর্নীতি, প্রধানমন্ত্রীর দরবারে ১৩ হাজার স্কুল

Date:

বিজেপি শাসিত কর্ণাটকে (Karnataka) শিক্ষা ক্ষেত্রে (Education System) বড়সড় দুর্নীতির (Corruption) অভিযোগ। তারই প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দরবারে অভিযোগ জানাল সেই রাজ্যেরই ১৩ হাজার স্কুল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Basavaraj Bommai) নেতৃত্বাধীন বিজেপি সরকারের (BJP) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছে দুই সমিতি। রাজ্যের ১৩ হাজার স্কুলের প্রতিনিধিত্ব করে এই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্টস অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল (The Associated Managements of Primary and Secondary School) এবং দ্য রেজিস্টার্ড আনএইডেড প্রাইভেট স্কুল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (The Registered unaided Private School Management Association), এই সংস্থা দুটি কর্নাটকে শিক্ষায় ব্যাপক দুর্নীতির দিকে প্রধানমন্ত্রীর নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে অভিযোগ জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতির শংসাপত্র (Certificate of Recognition) দেওয়ার জন্য শিক্ষা দফতরের তরফে ‘ঘুষ’ দাবি করা হচ্ছে। চিঠিতে জানান হয়েছে, ‘অবৈজ্ঞানিক, অযৌক্তিক, বৈষম্যমূলক ও নীতিবিরুদ্ধ নিয়মগুলি শুধুমাত্র অনুদানবিহীন প্রাইভেট স্কুলগুলিতেই প্রয়োগ করা হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশের (BC Nagesh) কাছে এই বিষয়ে একাধিক অভিযোগ ও আবেদন করা হলেও সেই বিষয়ে কোনও কর্ণপাত করেননি শিক্ষামন্ত্রী। আর সেকারণেই বাধ্য হয়ে চিঠি দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে।

চিঠিতে আরও অভিযোগ জানান হয়েছে, ‌শিক্ষা দফতর সম্পূর্ণ ব্যবস্থার করুণ পরিস্থিতির বিষয়টি শুনতে, বুঝতে এবং সেই সমস্যা সমাধানের জন্য একেবারেই আগ্রহী নয়। উল্টে বাজেট স্কুলগুলির (Budget School) অনেক ক্ষতি করেছেন বিজেপি নেতারা। এছাড়াও সংগঠন দুটির অভিযোগ, সরকারের তরফে যে পাঠ্যবইয়ের কথা বলা হয়েছে, তা শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরেও স্কুলে এসে পৌঁছয়নি। এছাড়া ‌শিক্ষামন্ত্রী কঠোর নিয়মবিধি শিথিল করার বিষয়ে কোনও চিন্তাভাবনাই করেননি বলে অভিযোগ।

আরও পড়ুন:Entertainment: অশান্তির আশঙ্কায় শো করার অনুমতি পেলেন না মুনায়ার ফারুকি

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version