Saturday, November 8, 2025

বিজেপি শাসিত কর্নাটকে শিক্ষায় ব্যাপক দুর্নীতি, প্রধানমন্ত্রীর দরবারে ১৩ হাজার স্কুল

Date:

বিজেপি শাসিত কর্ণাটকে (Karnataka) শিক্ষা ক্ষেত্রে (Education System) বড়সড় দুর্নীতির (Corruption) অভিযোগ। তারই প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দরবারে অভিযোগ জানাল সেই রাজ্যেরই ১৩ হাজার স্কুল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Basavaraj Bommai) নেতৃত্বাধীন বিজেপি সরকারের (BJP) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছে দুই সমিতি। রাজ্যের ১৩ হাজার স্কুলের প্রতিনিধিত্ব করে এই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্টস অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল (The Associated Managements of Primary and Secondary School) এবং দ্য রেজিস্টার্ড আনএইডেড প্রাইভেট স্কুল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (The Registered unaided Private School Management Association), এই সংস্থা দুটি কর্নাটকে শিক্ষায় ব্যাপক দুর্নীতির দিকে প্রধানমন্ত্রীর নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে অভিযোগ জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতির শংসাপত্র (Certificate of Recognition) দেওয়ার জন্য শিক্ষা দফতরের তরফে ‘ঘুষ’ দাবি করা হচ্ছে। চিঠিতে জানান হয়েছে, ‘অবৈজ্ঞানিক, অযৌক্তিক, বৈষম্যমূলক ও নীতিবিরুদ্ধ নিয়মগুলি শুধুমাত্র অনুদানবিহীন প্রাইভেট স্কুলগুলিতেই প্রয়োগ করা হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশের (BC Nagesh) কাছে এই বিষয়ে একাধিক অভিযোগ ও আবেদন করা হলেও সেই বিষয়ে কোনও কর্ণপাত করেননি শিক্ষামন্ত্রী। আর সেকারণেই বাধ্য হয়ে চিঠি দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে।

চিঠিতে আরও অভিযোগ জানান হয়েছে, ‌শিক্ষা দফতর সম্পূর্ণ ব্যবস্থার করুণ পরিস্থিতির বিষয়টি শুনতে, বুঝতে এবং সেই সমস্যা সমাধানের জন্য একেবারেই আগ্রহী নয়। উল্টে বাজেট স্কুলগুলির (Budget School) অনেক ক্ষতি করেছেন বিজেপি নেতারা। এছাড়াও সংগঠন দুটির অভিযোগ, সরকারের তরফে যে পাঠ্যবইয়ের কথা বলা হয়েছে, তা শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরেও স্কুলে এসে পৌঁছয়নি। এছাড়া ‌শিক্ষামন্ত্রী কঠোর নিয়মবিধি শিথিল করার বিষয়ে কোনও চিন্তাভাবনাই করেননি বলে অভিযোগ।

আরও পড়ুন:Entertainment: অশান্তির আশঙ্কায় শো করার অনুমতি পেলেন না মুনায়ার ফারুকি

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version