Thursday, August 21, 2025

‘সমত্র নারী পূজ্যতে’, নারীর সমানাধিকারের দাবিতে সোচ্চার সন্তোষপুর আগন্তুক

Date:

অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এই ভাবনা থেকে ‘সমত্র নারী পূজ্যতে’ শীর্ষক অনুষ্ঠানে নারী শক্তির প্রকাশ ঘটাল সন্তোষপুর আগন্তুক। যুগ যুগ ধরে নারীরা সমাজে শোষিত ও অবহেলিত হয়ে আসছে। পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় ধর্মীয় গোঁড়ামি, সামাজিক কুসংস্কার, কুপমন্ডুকতা, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজালে তাকে সর্বদা রাখা হয়েছে অবদমিত। গৃহস্থালী কাজে ব্যয়িত নারীর মেধা ও শ্রমকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। সেই কথাই স্মরণ করিয়ে নারীর সমানাধিকারের দাবি তুলে সল্টলেকের পূর্বশ্রী অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনজাগরণের বার্তা দিল সন্তোষপুর আগন্তুক।

“তোমাদের কন্যাগুলিকে শিক্ষা দিয়া ছাড়িয়া দাও, নিজেরাই নিজেদের অন্নের সংস্থান করুক”, এই কথাটিই বারবার উঠে এসেছে বিপ্রদাস ভট্টাচার্য, ডঃ মল্লিকা ব্যানার্জি, ডঃ উমা চট্টোপাধ্যায়, সাহানা নাগ চৌধুরীদের বক্তবে্য। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রালয় ও ইজেডসিসির সহযোগিতায় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইজেডসিসির ডিরেক্টর গৌরী বসু। ন্যাশনাল স্কলার কথক শিল্পী সায়নী চাওড়ার নেতৃত্বে পরিবেশিত হয় নৃত্য কোলাজ ‘মেরা ভারত’। ছিল একসুরে ১৫ শিল্পীর বেহালাবাদন ও সঙ্গীতানুষ্ঠান। বেথুন কলেজিয়েট, কমলা গালর্স-সহ কয়েকটি স্কুলের অধ্যাপক ও পড়ুয়াদের সংবর্ধনা দেন সংস্থার সভাপতি স্বর্ণালী পাল। অরিজিৎ মুখার্জির ভাবনায় পুরো অনুষ্ঠানের প্রয়োগে ছিলেন টুসি নস্কর, তিমিরবরণ সাহা ও সায়নজিৎ ঘোষ। মহিলাদের সাফলে্যর কথায় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য।

আরও পড়ুন- আসানসোল জেলে অনুব্রত-সায়গলকে জিজ্ঞাসাবাদ, CBI-এর সামনে মুখে কুলুপ দু’জনেরই

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version