Sunday, August 24, 2025

হাজার চেষ্টা করেও শেষরক্ষা হল না। বুধবারও মিলল না জামিন।আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ফের জেল হেফাজত হল পার্থ চট্টোপাধ্যায়ের। আপাতত প্রেসিডেন্সি জেলেই থাকছেন তিনি। পাশাপাশি জেল হেফাজত হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়েরও।

বুধবার আদালতে ফের পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে তাঁর আইনজীবী জামিনের আবেদন জানালেও অর্পিতা মুখোপাধ্যায়ের হয়ে কেউ জামিনের আবেদন জানাননি। এদিন ভার্চুয়ালি পার্থ ও অর্পিতাকে শুনানিতে পেশ করা হয়। মূলত নিরাপত্তাজনিত সমস্যার কথা মাথায় রেখে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় আদালত। তবে আইনজীবীর মাধ্যমে পার্থ জানিয়ে দেন সশরীরে আদালতে হাজিরা দিতে চান তিনি। এটা তাঁর মৌলিক অধিকার। পার্থর আইনজীবী এও জানান, ১৪ দিন হেফাজতে থেকে সবরকম সহযোগিতা করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন পার্থর আইনজীবী আদালতে দাবি করেন, ”যে কোনও শর্তে তাঁকে মুক্তি দেওয়া হোক। এমনকী প্রয়োজন হলে বাড়িতে পুলিশি প্রহরায় থাকতেও তিনি রাজি।” তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে।আদালতে পার্থের আবেদন, ‘‘আমি যে কোনও মূল্যে জামিন চাইছি। সব শর্ত মানতে রাজি।’’ পার্থ আরও বলেন, ‘‘আমি অসুস্থ। আমি কোনও প্রভাবশালীও নই। কোনও পদ নেই আমার। দরকারে বাড়িতে নজরবন্দি করে রাখুন। পুলিশের ২৪ ঘণ্টার নজরদারিতে থাকতে রাজি।’’ পার্থের আর্জি, তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে। বাড়িতে থাকলে তবে সেই চিকিৎসা চলতে পারে।এরপরও জামিনের আবেদন বাতিল করে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version