Tuesday, November 11, 2025

মধ্যপ্রদেশে হাসপাতালে চিকিৎসকের দেখা নেই, মায়ের কোলেই বেঘোরে প্রাণ গেল ৫ বছরের শিশুর

Date:

দেশের উন্নয়নে মোদি-শাহ-নাড্ডা একাধিকবার বলেছেন যে ‘ডাবল ইঞ্জিন’ সরকারই পারে পরিস্থিতির বদল আনতে।কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ডাবল ইঞ্জিন চালিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ত্রিপুরায় স্বাস্থ্য বিভাগের বেহাল দশায় জেরবার সাধারণ মানুষ। গ্রামীণ এলাকায় পরিষেবা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। দিন দুয়েক আগে মধ্যপ্রদেশের চরগাওয়ান থানা এলাকার তিনহেতা দেউড়ি গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। যা বিজেপি শাসিত ‘ডাবল ইঞ্জিন’ সরকারের ব্যর্থতাকে ফের বেআব্রু করে দিয়েছে।
জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সঞ্জয় পান্দ্রে তার ৫ বছরের ছেলে ঋষিকে চিকিৎসার জন্য বারগির সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছিলেন। কিন্তু সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। অসহায় মা ও পরিবার ছেলেকে নিয়ে হাসপাতালের দরজায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও চিকিৎসকের দেখা মেলেনি।যার নিট ফল, হাসপাতালের চৌকাঠেই মৃত্যু হয় নিষ্পাপ শিশুটির। আশ্চর্যের বিষয়, শিশুটির মৃত্যুর কয়েক ঘণ্টা পরও হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক বা ব্লক মেডিক্যাল অফিসারের দেখা মেলেনি।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।মৃত শিশুটির পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবহেলার গুরুতর অভিযোগ করেছেন। ক্ষুব্ধ স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা পেলে নিরীহ শিশুটিকে এভাবে বেঘোরে প্রাণ দিতে হত না।
গ্রামীণ জনপদে মায়ের কোলে ৫ বছরের শিশুর মৃত্যু নিয়ে নানা গুরুতর প্রশ্ন উঠেছে। কয়েক ঘণ্টা দেরি করে আসার কারণ হিসাবে চিকিৎসকের সাফাই,তার স্ত্রী একদিন আগে উপবাস রেখেছিলেন, তাই তিনি হাসপাতালে পৌঁছতে দেরি করেছেন।বিরেধীদের বক্রব্য, ডাবল ইঞ্জিন পরিচালিত বিজেপি সরকারের উন্নয়নের তীব্র গতির কাছে হার মেনে গ্রামীণ পরিবারটি তাদের ৫ বছরের নিষ্পাপ শিশুকে চিরতরে হারিয়েছে।

Related articles

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...
Exit mobile version