Sunday, November 9, 2025

দক্ষিণের জেলাগুলিতেও ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা

Date:

বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা দেওয়ায় কলকাতার (Kolkata) পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশ মতো রাজ্যের প্রতিটি জেলায় বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা হল। বাংলার উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় রঙিন মিছিল।

বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জেলা প্রশাসনের উদ্যোগে পদযাত্রা শুরু ও শেষ হয় মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে। ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষ, পার্থ ভৌমিক, জেলাশাসক শ্রী শরদকুমার দ্বিবেদী, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ও জে বি থমাস, সব্যসাচী দত্ত, বিধায়ক বীণা মণ্ডল ও নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ-সহ জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা।

হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দার, পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য দিলীপ যাদব-সহ বিশিষ্টজনেরা।

বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার সবরী রাজকুমার, মন্ত্রী সুব্রত সাহা, আখরুজ্জামান, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাওনি সিংহ রায় প্রমুখ।

বাঁকুড়ায় মহামিছিলে পুজো উদ্যোক্তা, প্রতিমাশিল্পী ও পড়ুয়ারা পা মেলান। ছৌ, রণপা, ঝুমুর, আদিবাসী নৃত্য-সহ মিছিল লালবাজার হিন্দু স্কুল ময়দান থেকে ইন্দারাগোড়া, রানিগঞ্জ মোড়, চকবাজার হয়ে মাচানতলা পরিক্রমা করে।

ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ড থেকে শুরু হওয়া শোভাযাত্রায় ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা, দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্তা, পুলিশ সুপার, বিধায়ক-সহ জনপ্রতিনিধি, পুজো সংগঠক, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

রামপুরহাটের শোভাযাত্রায় ঢাক-ঢোল, ভাদু, রণপা নৃত্য-সহ ইউনেস্কোর তকমাখচিত ব্যানার নিয়ে শহর ঘোরেন পুজো কমিটির সদস্যদর সঙ্গে বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, ত্রিদিব ভট্টাচার্য, অমিত চক্রবর্তী প্রমুখ। সিউড়ির শোভাযাত্রায় ছিলেন জেলাশাসক বিধান রায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী প্রমুখ। পুরুলিয়ায় ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় রথতলায়।

আরও পড়ুন:তিস্তা সেতালবাদ মামলা: গুজরাট সরকারকে গুচ্ছ প্রশ্ন সুপ্রিম কোর্টের 

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version