Monday, August 25, 2025

“দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না”, ইডি দফতর থেকে বেরিয়ে চালিয়ে ব্যাটিং অভিষেকের

Date:

নির্ধারিত সময়ের অনেক আগেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ মাথা উঁচু করে তিনি ইডি (ED) দফতরে ঢোকেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে মাথা উঁচু করেই বেরিয়ে আসেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার সন্ধে, ঘড়ির কাঁটায় তখন ৫টা বেজে ৪০ মিনিট। সিজিও কমপ্লেক্স-এর সামনে দাঁড়িয়েই মাইক হাতে তুলে নেন অভিষেক। মুখোমুখি হন সাংবাদিকদের।

এদিন অভিষেকের চোখেমুখে ছিল প্রবল আত্মবিশ্বাসের ছাপ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এতটুকু ক্লান্ত দেখায়নি তাঁকে। বাইরে বেরিয়ে এদিন বুক ফুলিয়ে অভিষেক বলেন, “আগেও দু’বার জেরার সম্মুখীন হয়েছি। আমি আমার তদন্তে সহযোগিতা করেছি। ইডির ডাকে গত দু’বার আমি দিল্লিতে গিয়েছিলাম। এখন কোর্টের রায়ের পর ইডি কলকাতায় এসেছি। এটা আমার নৈতিক জয়। আমার স্ত্রীকেও দু’বার সিবিআই, একবার ইডি ডেকেছিল। দু’জনে মোট ৬বার জেরার মুখোমুখি। নিট ফল শূন্য। লিখিত বয়ান দিয়েছি। আমি সহযোগিতা করতে প্রস্তুত। যাঁরা দিল্লি থেকে কলকাতায় এসে তদন্ত করছেন তাঁদের কাউকে দোষারোপ করছি না। কিন্তু যাঁরা ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? রাজনৈতিকভাবে লড়াইয়ে পেরে উঠতে না পেরে করতে এজেন্সি দিয়ে ডেকে পাঠানো হচ্ছে।”

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরু থেকে শেষপর্যন্ত আক্রমণাত্মক বক্তব্য দেন অভিষেক। অভিষেকের নিশানায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। নাম না করে অমিত শাহকে (Amit Shah) খোঁচা মেরে অভিষেক বলেন, “কারও ছেলেকে আমি আক্রমণ করেছি বলে সিবিআই, ইডির জুজু দেখানো হচ্ছে। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে মাথানত করব না। সারা ভারতের মানুষকে জাতীয়তাবাদ, দেশপ্রেম শেখাচ্ছেন। গরিব মানুষদের হর ঘর তেরঙ্গা বলছেন। আরে নিজের ছেলেকে আগে দেশপ্রেম, জাতীয়তাবাদ শেখান। তারপর অন্যকে শেখাবেন। উপনির্বাচনগুলি মুখ থুবড়ে পড়েছেন। আপনি রাজনৈতিকভাবে লড়ুন। আপনারা কী ভাবছেন, সিবিআই, ইডি দিয়ে তৃণমূলকে ধমকে চমকে চুপ  করিয়ে রাখবেন?”

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version