ধৃত রাজু সাহানির ৫ দিন সিবিআই হেফজতের নির্দেশ আসানসোল আদালতের

চিটফান্ড মামলায় গ্রেফতার রাজু সাহানির (Raju Sahani) ৫ দিন সিবিআই (CBI) হেফজতের নির্দেশ আসানসোল অতিরিক্ত দায়রা আদালতের। শুক্রবার, হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজুকে তাঁর নিউ টাউনের (New Town) ফ্ল্য়াট থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৮০ লাখ টাকা। এছাড়াও ২.৭৫ কোটি টাকার সম্পত্তির ডিড, থাইল্যান্ডে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। শনিবার রাজু সাহানি দাবি করেন তিনি চিটফান্ডের সঙ্গে যুক্ত নন। শীঘ্রই সত্য সামনে আসবে। শনিবার, তাঁকে আসানসোলের আদালতে (Court) তোলা হলে ৫দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সিবিআই সূত্রে খবর, রাজুর নিউ টাউনের ফ্ল্যাট ছাড়াও হালিশহরের বাড়ি ও অন্য়ান্য জায়গা থেকে বিপুল টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। রাজুর আইনজীবী অবশ্য বলেন, রাজুর পরিবারের সবাই ব্যবসা করেন। তাই তাঁদের বাড়িতে ওই টাকা থাকা আশ্চর্যের নয়। আসানসোলের অতিরিক্ত দায়রা আদালতের নির্দেশে ৮ সেপ্টম্বর ফের আদালতে তোলা হবে তাঁকে।

Previous articleঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়ের পর এবার বাংলা ছাড়লেন শ্রীবৎস গোস্বামী
Next articleসাড়ে ৭ লক্ষ টাকার বিনিময়ে টেট ‘অনুত্তীর্ণ’-র চাকরি! ‘স্বামী’র বিস্ফোরক অভিযোগ ঘিরে বিতর্ক