Sunday, August 24, 2025

মেয়ের থেকে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার শাস্তি, বিষ খাইয়ে পড়ুয়াকে মারলেন সহপাঠীর মা

Date:

পরীক্ষায় বেশি নম্বর পাওয়াই কাল হল। অষ্টম শ্রেণীর এক পড়ুয়াকে বিষ (Poison) খাইয়ে মারার অভিযোগ উঠল তারই এক সহপাঠীর মায়ের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর (Tamil Nadu) পন্ডিচেরিতে। পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম বালা মণিকান্দন (Bala Manikandan)। পন্ডিচেরির (Puducherry) করাইক্কাল এলাকার বাসিন্দা বালা এলাকারই এক বেসরকারি স্কুলে লেখাপড়া করত। ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

স্কুলের পরীক্ষায় অভিযুক্ত মহিলার ছেলের চেয়ে বেশি নম্বর পেয়েছিল ওই পড়ুয়া। তার সাফল্য মেনে নিতে না পেরেই ছাত্রকে মারার পরিকল্পনা করেন অভিযুক্ত মহিলা। প্রথমে স্বীকার না করলেও পরে পুলিশি জেরায় নিজের দোষ স্বীকার করেন ওই মহিলা। শনিবার স্কুলে বার্ষিক অনুষ্ঠানের মহড়া শেষ করে বাড়ি ফিরে ঘনঘন বমি করতে শুরু করে বালা। বাবা-মাকে জানায়, স্কুলে জুস (Fruit Juice) খাওয়ার পর থেকেই সে অসুস্থ বোধ করতে শুরু করে। বালা আরও জানায়, সেই ফলের রস স্কুলের নিরাপত্তারক্ষী (Security Guard) তাকে এনে দিয়েছিল। পরে শারীরিক অবস্থার (Health Condition) অবনতি ঘটতেই পড়ুয়াকে করাইক্কাল সরকারি হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় অষ্টম শ্রেণীর পড়ুয়ার।

ঘটনার তদন্তে নেমে স্কুলের নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। নিরাপত্তারক্ষী জানায়, এক মহিলা এসে তাঁকে ওই ফলের রসের বোতল দিয়েছিল। অভিযুক্ত মহিলা নিরাপত্তারক্ষীকে বলেন, বালার বাড়ি থেকে সেই জুস পাঠানো হয়েছে। এটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। সেই মতোই বালার হাতে তিনি জুস তুলে দেন। পরে পুলিশ স্কুলের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে জানতে পারে ওই মহিলা বালারই সহপাঠীর মা। অভিযুক্ত জানান, পরীক্ষায় তাঁর মেয়ের থেকেও বেশি নম্বর পেয়েছিল বালা। ক্লাসে ফার্স্টও হয়েছিল। নিজের মেয়ের থেকে কেউ লেখাপড়ায় এগিয়ে যাবে, সেটা মেনে নিতে পারেননি ভিক্টোরিয়া। আর সেকারণেই বালাকে সরিয়ে দেওয়ার ছক কষেন তিনি। পরিকল্পনা মাফিক জুসে বিষ মিশিয়ে স্কুলে নিয়ে যান। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version