সপ্তাহের শুরুতেই হুগলির খন্যান স্টেশনে যাত্রী বিক্ষোভ। একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল। যেসব ট্রেন চলছে, তাতে অতিরিক্ত যাত্রীদের চাপ। তাই সপ্তাহের শুরুর দিনই রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ চলে অবরোধ। যার জেরে থমকে বহু ট্রেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে নাকাল হন যাত্রীরা। চরম বিপাকে পড়েন অফিস যাত্রীরাও।
আরও পড়ুন:Sealdah: ফের দুর্ভোগে রেল যাত্রীরা, বাতিল হচ্ছে ৩৮টি লোকাল ট্রেন

ইন্টারলকিং সিস্টেমের কাজ চলাকালীন চলতি মাসের বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আগেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছিল পূর্ব রেল। বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেনও। রবিবার থেকে কাজ শুরু হয়েছে। মাসের শেষ পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সোমবার, সপ্তাহের কর্মব্যস্ত দিনে ট্রেন ধরতে গিয়ে সেই অসুবিধার মুখে পড়েছেন যাত্রীরা। তার প্রতিবাদেই হুগলির একাধিক স্টেশনে রেললাইনে নেমে শুরু হয় তাঁদের অবরোধ ।
পূর্ব রেল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৭টা থেকে হাওড়া-বর্ধমান মেন লাইনে অবরোধ শুরু করেন যাত্রীরা। পরপর হুগলির খন্যান, তালাণ্ডু, পাণ্ডুয়ায় যথাক্রমে ৭.৪০,৭.৪৫ নাগাদ আটকে দেওয়া হয় ট্রেন। দেড়, দু’ঘণ্টা ধরে চলে অবরোধ। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন।

এই ঘটনা নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘প্রি–ইন্টার লকিং কাজের জন্য ৩ থেকে ১৩ সেপ্টেম্বর এবং নন–ইন্টার লকিং কাজের জন্য ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনেক ট্রেন বাতিল করা হয়েছে। তার জন্য নির্দিষ্ট সময় চলবে না ট্রেন। কাজ শেষ হলে ব্যান্ডেল থেকে বর্ধমানে ট্রেনের গতি বাড়বে।’
