Thursday, August 28, 2025

এবার ইডি–সিবিআই নিয়ে বিস্ফোরক টুইট করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। বঙ্গ–বিজেপির নবান্ন অভিযানের আগে এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই ইডি–সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীদের। তবে বীজপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়কের বাড়ি এবং ফ্ল্যাটে হানা দিয়ে ধাক্কা খেয়েছে সিবিআই। তারপরেই বিজেপির উদ্দেশে টুইট করলেন তথাগত রায়।

আরও পড়ুনঃ ৯ মিনিটে ২০ কিমি রাস্তা পার! ১৩৫ কিমি গতিই প্রাণ কেড়েছে সাইরাসের

কেন এই টুইট তাৎপর্যপূর্ণ?‌ এসএসসি দুর্নীতি মামলা, গরুপাচার মামলা, কয়লাপাচার মামলা, আইকোর মামলা, নারদ মামলা, বগটুই মামলার তদন্ত করছে ইডি–সিবিআই। সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি রাজ্যে এই তৎপরতা দেখা যাচ্ছে না। বাংলার বাইরে অবিজেপি রাজ্যগুলিতেই ইডি–সিবিআই হানা দিচ্ছে। আর কৌশলে সরকার ফেলে দিয়ে বিজেপি সেখানে সরকার গড়ছে। দেশের মানুষ এটা ভাল চোখে দেখছেন না। তাই ব্যুমেরাং পরিস্থিতি হতে পারে। আর এই নিয়ে তথাগতের টুইট তাৎপর্যপূর্ণ।
বিজেপির এই বর্ষীয়ান নেতা টুইটে লেখেন, ‘‌ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তাঁরা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটি ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশেহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা সুতরাং এসব করে ক্ষমতা দখল করা যে যাবে না তা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে।
ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তারা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটা ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশাহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা ।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version