Sunday, November 2, 2025

এবার ইডি–সিবিআই নিয়ে বিস্ফোরক টুইট করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। বঙ্গ–বিজেপির নবান্ন অভিযানের আগে এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই ইডি–সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীদের। তবে বীজপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়কের বাড়ি এবং ফ্ল্যাটে হানা দিয়ে ধাক্কা খেয়েছে সিবিআই। তারপরেই বিজেপির উদ্দেশে টুইট করলেন তথাগত রায়।

আরও পড়ুনঃ ৯ মিনিটে ২০ কিমি রাস্তা পার! ১৩৫ কিমি গতিই প্রাণ কেড়েছে সাইরাসের

কেন এই টুইট তাৎপর্যপূর্ণ?‌ এসএসসি দুর্নীতি মামলা, গরুপাচার মামলা, কয়লাপাচার মামলা, আইকোর মামলা, নারদ মামলা, বগটুই মামলার তদন্ত করছে ইডি–সিবিআই। সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি রাজ্যে এই তৎপরতা দেখা যাচ্ছে না। বাংলার বাইরে অবিজেপি রাজ্যগুলিতেই ইডি–সিবিআই হানা দিচ্ছে। আর কৌশলে সরকার ফেলে দিয়ে বিজেপি সেখানে সরকার গড়ছে। দেশের মানুষ এটা ভাল চোখে দেখছেন না। তাই ব্যুমেরাং পরিস্থিতি হতে পারে। আর এই নিয়ে তথাগতের টুইট তাৎপর্যপূর্ণ।
বিজেপির এই বর্ষীয়ান নেতা টুইটে লেখেন, ‘‌ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তাঁরা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটি ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশেহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা সুতরাং এসব করে ক্ষমতা দখল করা যে যাবে না তা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে।
ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তারা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটা ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশাহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা ।

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version