কাজে এল না বিরাটের ৬০ রান, এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল পাকিস্তান

ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স বিরাট কোহলির। ব‍্যর্থ হল তাঁর ৬০ রান।

0
3

এশিয়া কাপের গ্রুপ পর্বের বদলা নিল পাকিস্তান।কাজে এল না বিরাট কোহলির ৬০ রান। রবিবার এশিয়া কাপে সুপার ফোরে জিতল পাকিস্তান। এদিন ভারতকে ৫ উইকেটে হারাল বাবর আজমের দল। ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স বিরাট কোহলির। ব‍্যর্থ হল তাঁর ৬০ রান।

ম‍্যাচে এদিন পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারতীয় দল । ভারতের হয়ে অর্ধশতরান বিরাট কোহলির। ৬০ রান করেন তিনি। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে টিম ইন্ডিয়া। তবে পাঁচ ওভারের মাথায় প্রথম ধাক্কা খায় ভারতীয় দল। ২৮ রানে আউট হন রোহিত শর্মা। তারপর একে একে উইকেট পরতে থাকে ভারতের। কে এল রাহুল আউট হন ২৮ রানে। আউট হলেও টি-২০ ক্রিকেটে নতুন নজির গড়লেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে সব থেকে বেশিবার ৫০ বা তার বেশি রান তুললেন তাঁরা। এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ সূর্যকুমার যাদব। মাত্র ১৩ রানে আউট হন তিনি। ১৪ রানে আউট হন ঋষভ পন্থ। মাত্র শূন‍্য রানে আউট হন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম‍্যাচ জেতালেও, এদিন ব‍্যর্থ হলেন তিনি। ১৬ রানে আউট হন দীপক হুডা। তবে একে একে যখন সবাই ব‍্যর্থ, তখন ব‍্যাট হাতে দলকে ভরসা দিলেন বিরাট কোহলি। ৬০ রান করেন তিনি। তাঁর ব‍্যাটেই টিম ইন্ডিয়ার রান দাঁড়াল ১৮১। দীপক হুডা করেন ১৬ রান।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন হরিশ রৌফ, নাসীম শাহ, মহম্মদ হশনিন এবং মহম্মদ নাওয়াজ। দুটি উইকেট নেন শাহদাব খান।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ৭১ রান করেন মহম্মদ রিজওয়ান। ৪২ রান করেন মহম্মদ নাওয়াজ। ১৪ রান করেন বাবর আজম। ভারতের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোনই, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সি এবং যুজবেন্দ্র চ‍্যাহাল।

আরও পড়ুন:ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করলেন বাইচুং ভুটিয়া