Thursday, May 22, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি বৃদ্ধি মামলায় হলফনামা তলব কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। যাঁদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ তাঁদের চার সপ্তাহের মধ্যে সেই হলফনামা দিতে হবে। মঙ্গলবার, এই নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। ১১ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীকে ২ সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে। ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

২৯ অগাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে মামলা করেন অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি। তাঁর আইনজীবী বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। কীভাবে সম্পত্তির পরিমাণ এত বাড়ল সেই প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে ওইদিন মেয়ো রোডের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আজকে আমাকে একজন বলছে আপনার অনেক সম্পত্তি বেড়েছে সঙ্গে আপনার পরিবারেরও।“ এরপরেই, নিজের আয়ের খতিয়ান দেন তৃণমূল সুপ্রিমো। “আমি এক পয়সাও নিই না। আমি যা টাকা পেতাম একটাও টাকা নিইনি। আমি ১ লক্ষ টাকা করে পেনশন ১২ বছর ধরে নিই না, হিসেব করে দেখুন কত টাকা হয়! ৯১ সালের পর থেকে আমি কখনও এক্সিকিউটিভ ক্লাসে চড়িনি।“ নিজের লেখা প্রসঙ্গে বলেন, “আমার বই লেখা নিয়েও অসভ্যতামি চালাচ্ছে। বইমেলায় গিয়ে দেখো কার বই বেস্ট সেলার? ১০০০ কবিতার বই লিখে দেখান। আমি রাজনীতিতে এসেছিলাম সমাজসেবা করব বলে” তিনি আরও বলেন, ‘‘আমরা ভাই-বোনেরা সবাই আলাদা আলাদা থাকি। যে যার পরিবার নিয়ে। কখনও-সখনও দেখা হয়। উৎসবের মরসুমের সময় আমাদের যোগাযোগ হয়। রাখিবন্ধনের সময়। কালীপুজোর সময়।’’ একই সঙ্গে তিনি জানান, ”ওগুলো কি আমার সম্পত্তি? আমরা সবাই আলাদা আলাদা পরিবার। মায়ের দায়িত্ব ছিল আমার। সকলের পরবর্তী প্রজন্ম হয়েছে, তারা উপার্জন করেছে। আমার তো সব ডকুমেন্ট দেওয়াই আছে।”

 

Related articles

মাত্রা ছাড়াচ্ছে ED, কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম আদালতের

দেশের শীর্ষ আদালতের (Supreme Court)কাছে কড়া ধমক খেল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় ইডির...

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে নিয়ে আগরতলায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip...

অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলে সূর্যবংশী ও আয়ূশ

আইপিঅএলের(IPL) মঞ্চে দুরন্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন এবার বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ দলে(U-19 India...

কিস্তওয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই, অপারেশন ত্রাশিতে নিকেশ ২ জঙ্গি

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে ভূস্বর্গে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। ভারত-...
Exit mobile version