Friday, August 29, 2025

সান্মার্গ চিটফান্ড কেলেঙ্কারি মামলায় বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI

Date:

সাম্মার্গ চিটফান্ড (Sunmarg Chitfund) কেলেঙ্কারিতে হালিশহর পুরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান রাজু সাহানি (Raju Sahani) গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সেই তথ্যের ভিত্তিতে হালিশহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে CBI. বীজপুরের (Bijpur) বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বিরুদ্ধেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল CBI. তবে ঠিক কবে CBI তাঁকে তলব করেছে, তা এখনও জানা যায়নি।

এদিকে,সান্মার্গ চিটফান্ড কর্তার সঙ্গে সিপিএমের দাপুটে নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক যে ছিল সেকথা স্বীকার করে নিয়েছেন ওই ভুঁইফোড় সংস্থার কর্মীরা। সিপিএমের আমলেই চিটফান্ড সংস্থা শুরু করার চার বছরের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে বর্ধমান সান্মার্গ – এর কর্তা। বাম আমলে অনেক নেতার সঙ্গে তার সুসম্পর্ক থাকায় ২০০৮ সালে চিটফান্ড চালাতে তার অসুবিধা হয়নি। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে সে ১০০টির বেশি সম্পত্তি কিনেছিল।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে সাম্মার্গ কর্তা মোটা অঙ্কের টাকা খরচ করে ফ্ল্যাট কিনেছিল। তার পাশাপাশি গুসকরায় ২০ লক্ষ ৩৭ হাজার ৮১৩ টাকা দিয়ে তিন একর ৩৭ ডেসিমেল জায়গা কেনে। কাঁকসার মলানদিঘি এলাকায় ১৬ লক্ষ টাকা খরচ করে ৪২ ডেসিমেল জায়গা কিনেছে। কুলডিহার একটি প্লটে ৪৪.৪০ ডেসিমেল, অন্য একটি মৌজায় ২৯.৪ ডেসিমেল জায়গা রয়েছে। ওই এলাকাতেই একটি মৌজায় ৪.৮, ১০.২ ও ৮৭ ডেসিমেল জায়গা রয়েছে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, মলানদিঘির বিভিন্ন এলাকায় সান্মার্গ কর্তার ২০০ ডেসিমেল জায়গা কেনা রয়েছে। বেশি জমি আছে মলানদিঘি পঞ্চায়েত এলাকায়। এছাড়াও ফরিদপুর ব্লকের একটি মৌজায় ৪২ শতক ও অন্য একটি মৌজায় ৮ ডেসিমল জায়গা রয়েছে। ওই চিটফান্ড কর্তার দুর্গাপুর শহরেও সম্পত্তি রয়েছে। সমস্ত সম্পত্তির হিসেব তদন্তকারী সংস্থার কাছে রয়েছে। ওই চিটফান্ড কর্তা ২০১২ সাল থেকে ফেরার রয়েছে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলানো হয়েছে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version