Thursday, August 21, 2025

বাগুইআটিকাণ্ড: জনরোষের মুখে সুকান্ত, মৃত কিশোরের বাড়িতে ঢুকলেন বিধায়ক অদিতি মুন্সি

Date:

বাগুইআটিতে  দুই কিশোরকে অপহরণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।  কান্নায় ভেঙে পড়েছে মৃত কিশোর অতনুর পরিবার। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রঙ লাগাতে প্রস্তুত বঙ্গ বিজেপি। মঙ্গলবার রাতেই বাগুইআটির মৃত কিশোর অতনুর বাড়িতে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু বাড়ির সামনে যেতেই  ‘বাধা’ পেতে হয় তাঁকে। সুকান্তর বাড়ির কাছে পৌঁছাতেই প্রতিবেশীদের তুমুল বিক্ষোভের মধ্যে পড়তে হয় তাঁকে। জনরোষের মুখে পড়ে মৃত কিশোরের পরিবারের সঙ্গে দেখা না করতে পেরেই ফিরতে হয় তাঁকে।

আরও পড়ুন:বাগুইআটিকাণ্ড: অপহরণের পরে চলন্ত গাড়িতেই খু*ন ২ কিশোর, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

সুকান্ত মজুমদার সেখান থেকে ফিরে যাওয়ার কিছু সময় পরই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী। যদিও তাঁকে কোনও বাধার মুখেই পড়তে হয়নি। বিধায়ক নিজেই মৃত কিশোরের বাড়িতে ঢুকে পড়েন। কিছুক্ষণ কথা বলার পর সেখান থেকে বেরিয়ে বিধায়ক বলেন, , “আমি বিশ্বাস করি, আগামীতে অপরাধীর কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। এই ধরনের ঘৃণ্য অপরাধ কোথাও, কখনও যাতে না হয়, তা নিয়ে আমাদের সরকার ব্যবস্থা নেবে। ব্যক্তিগত আক্রোশের জন্য হলেও এই ধরনের ঘৃণ্য অপরাধকে আমরা প্রশ্রয় দিই না। এটা যাতে আগামীতে না হয়, তা আমরা নিশ্চিত করব। একজন মানুষের যখন মান ও হুঁশ, দুটিই হারিয়ে যায়, তখন এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারে।”

এদিকে ‘বাধা’ পেতেই চরম চটে যান বিজেপির রাজ্য সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন তিনি। নিজের ফেসবুকে উল্লেখ করে বলেন, ‘‘বাগুইআটির জগৎপুরে অপদার্থ পুলিশের নিষ্ক্রিয়তায় অপহৃত দশম শ্রেণীর দুই ছাত্রের জীবন চলে যায়। আজ তাঁদের পরিবারের সাথে দেখা করতে গেলে নির্লজ্জ তৃণমূলের একদল গুন্ডা বাহিনী আমাকে বাধা দেয়। এমনকি শাসক দলকে আক্রমণও শানান তিনি।

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version