Thursday, August 28, 2025

নিউটাউনের (New Town) বিশ্ব বাংলা সরণীতে (Biswa Bangla Sarani) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। লরি ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর জখম (Injured) হয়েছেন ৩ জন। বুধবার সকাল ৬টা নাগাদ নিউটাউনের আকাঙ্খা মোড় থেকে থেকে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই গাড়ি। ওইসময় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বালি বোঝাই একটি লরিতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম প্রার্থনা অধিকারী, সুমন্ত বন্দ্যোপাধ্যায় ও চন্দন রজক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। ইতিমধ্যে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক-সহ মোট ৩ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই জখম হন। চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে (Hospital) তাঁদের চিকিৎসা (Treatment) চলছে। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির দু’জন যাত্রী একটি আইটি (IT) সংস্থার কর্মী। ওই দুই যাত্রীর মধ্যে একজন মহিলাও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে আচমকাই ধাক্কা মারে দ্রুতগতিতে আসা গাড়িটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। আর সেকারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া নিয়োগ নয়, সব বিভাগে নজরদারি চালাবে CMO


 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version