Sunday, August 24, 2025

লড়াইয়ের পাল্টা লড়াই, ২০২৪ খেলা হবে: সাংগঠনিক বৈঠক থেকে বার্তা মমতার

Date:

সাংগঠনিক বৈঠক থেকে কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো- তার দিকে তাকিয়ে ছিল সবাই। বৃহস্পতিববার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে চিরাচরিত মেজাজে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লড়াইয়ের পাল্টা লড়াই। ২০২৪-এ অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে খেলা হবে।

এদিন তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, “কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ, সেই কারণেই দলটার নাম তৃণমূল। তৃণমূলের বইগুলি পড়বেন, সব ইতিহাস লেখা আছে।“ এদিন, মমতা বলার আগে বলতে ওঠেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বাম জমানায় তৃণমূলের লড়াইয়ের কথা বলেন। তৃণমূল সুপ্রিমো তাঁর বক্তব্যে বলেন, “কল্যাণ আমাকে সেই সব দিনের লড়ায়ের কথা মনে করিয়ে দিল“। মমতা জানান, “১৯৯৫-এ আমার ২১ দিনের ধর্নার পরেই লকআপে মৃত্যু হলে ক্ষতিপূরণ চালু হয়“

রাজনীতি সহজ বিষয় নয়, লড়াইয়ের ময়দান- মন্তব্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের
এদিনের ভাষণের সিংহভাগ অংশ জুড়ে ছিল লড়াইয়ে কথা। তাঁর মতে, সিপিআইএমের (CPIM) হার্মাদরাই এখন জল্লাদ। রাজ্য সরকার তথা শাসকদলের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি এখন সিপিএম-কে টাকা দিচ্ছে বলে অভিযোগ করেন মমতা। এই বিজেপি (BJP) আর নয়, এই সিপিএম আর নয়- বার্তা নেত্রীর।

ঝাড়খণ্ডের প্রসঙ্গ তুলে মমতা বলেন, সেখানে সরকার ফেলার চেষ্টা করেছিল বিজেপি। বাংলার সরকার ধরে দিয়েছে। বিহারেও বিজেপিকে হঠিয়েছেন নীতীশ কুমার। তৃণমূল সুপ্রিমের কথায়, “এখন আমি, হেমন্ত, নীতীশজি, অখিলেশ-সহ বন্ধুরা এক”। অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা। মমতার আশা আগামী দিনে আরও সব সমমনস্ক দল এক হবে। তখন ‘খেলা হবে’। বুলেট ট্রেনের থেকেই দ্রুত মিথ্যাচার চালাচ্ছে কেন্দ্র। নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “মন কি বাত, মন কি ব্যথা হয়ে যাবে।“

তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, তৃণমূলের নেতাদের নিজেদের মধ্যে বিবাদ বাধিয়ে দেওয়ার চেষ্টা চলছে। “অভিষেকের সঙ্গেও আমায় লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের ভাঙা এতো সহজ নয়।“

তৃণমূলের নবীন সদস্যদের উদ্দেশ্যে নেত্রীর বার্তা- বড়দের সম্মান করতে হবে। এতজোট হয়ে কাজ করতে হবে। তৃণমূলের মহিলা কর্মীরা ভালো কাজ করছেন বলে মন্তব্য করেন মমতা। একই সঙ্গে জানান, আমার কাছে কোনও ভেদাভেদ নেই, সব ধর্ম সমান। ভালো করে উৎসব পালনের পাশাপাশি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version