Saturday, November 15, 2025

টাকা দিচ্ছে না কেন্দ্র, বাংলার বাড়ি প্রকল্পে সাংসদ-বিধায়কদের তহবিলের টাকা দেওয়ার নির্দেশ মমতার

Date:

রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার(BJP Govt)। আটকে রয়েছে আবাস যোজনা, ১০০ দিনের কাজ, সড়ক যোজনার মতো প্রকল্পের কোটি কোটি টাকা। আটকে রয়েছে কাজ। এহেন পরিস্থিতিতে আর কেন্দ্রের উপর ভরসা না করে রাজ্যকে স্বনির্ভর করার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার দলের বিধায়ক(MLA) ও সাংসদদের(MP) তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন তাঁরা যেন এই বর্ষের এমপি ল্যাড ও এমএলএ ল্যাডের টাকা বাংলার বাড়ি প্রকল্পের জন্য দিয়ে দেন। পাশাপাশি এবছর পঞ্চায়েত সমিতির টাকায় রাস্তা নির্মাণের নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক অধিবেশনে দলের সকল বিধায়ক ও সাংসদদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় সরকার বলছে টাকা দিয়েছে, আসলে ওটা তো আমাদেরই টাকা। ওটা আর দেবে কী! বরং কেন্দ্রীয় সরকার দিনের পর দিন টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, বাড়ি বানানোর যে অংশটা কেন্দ্রীয় সরকার দিত, সেটাও বন্ধ করা হয়েছে।” এরপরই স্বনির্ভরতার পথ বাতলে মুখ্যমন্ত্রী বলেন, “এখন আমাদের কাজের সময়। আমি বিধায়কদের ও সাংসদদের অনুরোধ করব, এই বছরের জন্য তাঁরা যেন সাংসদ তহবিল ও বিধায়ক তহবিলের টাকা এ বার বাংলার বাড়ি প্রকল্পে ইনভেস্ট করেন।” পাশাপাশি তিনি আরও জানান, এবছর পঞ্চায়েত সমিতির টাকা গ্রামীণ সড়ক যোজনায় যেন খরচ করা হয়। বিগত কয়েক বছর ধরে লাগাতার কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণের পর এবার রাজ্যের জন্য স্বনির্ভরতার পথ বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি এদিনের অধিবেশন থেকে রাজ্যের বিরোধীদের তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি বলেন, “একটি দলের এক জন দুর্নীতি করেছে বলে গোটা দলটাকে চোর বলে আক্রমণ করা ঠিক নয়। এখনও আমি মানি, তৃণমূলের ৯৯.৯৯ শতাংশ মানুষই সৎ। মধ্যপ্রদেশে তো কত বড় কেলেঙ্কারি হয়েছে, কেউ গ্রেফতার হয়েছে!” পাশাপাশি সিপিএমকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘সিপিএম-এর আমলের কাগজপত্র পাওয়া যায় না। ওরা সব হাপিশ করে দিয়েছে। আমাদের সময়ের কাগজ পাওয়া যায়, সেই কারণেই ঠিক ভুল ধরা পড়ে।’’

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version