Sunday, May 4, 2025

ফের কলকাতার (Kolkata) বুকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার। গার্ডেনরিচ (Gardenrich) এলাকার এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে বান্ডেল বান্ডিল ৫০০ টাকার নোট উদ্ধার করল ইডি (ED)। ব্যবসায়ী নিসার খানের (Nisar Khan) বাড়ির বিছানার তলায় প্লাস্টিকে মোড়া টাকার পাহাড় উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এত টাকার উৎস কী, তাই নিয়ে ইতিমধ্যেই পরিবহন ব্যবসায়ীকে (Transport businessman) জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে ইডি।

আজ শনিবার সকাল থেকেই শহর জুড়ে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টারেটেড। গার্ডেনরিচ, মোমিনপুর (Mominpur) এবং পার্ক স্ট্রিটে (Park Street) হানা দেয় ইডি। প্রায় সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালাবার পর গার্ডেনরিচ থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মোমিনপুরে বস্ত্র ব্যবসায়ী শাহারিয়ার আলীর বাড়ি, ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিট থেকে কিছুক্ষণ আগেই বেরিয়ে যান ইডি আধিকারিকরা। জানা যায় এই বস্ত্র ব্যবসায়ীর বিদেশ যোগ আছে। তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধারের পর সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা। পাশাপাশি পার্ক স্ট্রিটে আইনজীবীর বাড়িতেও চলছে তল্লাশি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আর্থিক দুর্নীতি সংক্রান্ত খোঁজখবর নিতেই শনিবার সকালে ইডির তৎপরতা কলকাতার বুকে। গার্ডেনরিচ এলাকায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে এত টাকা উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়িতে তিনি কেন এত পরিমান নগদ টাকা মজুদ রেখেছিলেন এবং কোথা থেকে এই টাকা এসেছে এই সব কিছু নিয়ে ব্যবসায়ী নিসার খানের সঙ্গে কথাবার্তা বলছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version