Monday, May 5, 2025

একমাত্র ঈশ্বর যিশু! রাহুলের ভাইরাল ভিডিও নিয়ে ‘ভারত তোড়ো যাত্রা’ তোপ বিজেপির

Date:

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা'(Bharat jodo Yatra) শুরু করেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। তবে শুরুতেই বিতর্ক তৈরি করল এই যাত্রা। শুক্রবার কন্যাকুমারী জেলার এক চার্চে সেখানকার পাদ্রীর জর্জ পোন্নাইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল। তাদের মধ্যে চলা কথোপকথনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যেখানে ওই পাদ্রীকে বলতে শোনা যাচ্ছে, একমাত্র ঈশ্বর যিশু খ্রীষ্ট। আর কেউ নয়। ভাইরাল হওয়া এই ভিডিওকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে পাদ্রীর সঙ্গে কথোপকথনে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, “যিশু মাসিহা কি ঈশ্বরের এক রূপ? এটাই কি আসল সত্য?” এর উত্তরে পাদ্রী বলেন, “না, উনি আসল ঈশ্বর। ঈশ্বর তাঁকে একজন মানুষ হিসেবে প্রকাশ করেছেন। শক্তি বা অন্যান্যদের মতো নয়।” এই ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিজেপি। বিজেপি মুখপত্র শাহজাদ পুনাওয়াল ভিডিও টুইট করে লিখেছেন, রাহুল আসলে ‘ভারত জোড়ো’ নয়, ‘ভারত তোড়ো’ যাত্রা করছেন। টুইটারে তিনি লেখেন, “রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জর্জ পোন্নাইয়া। তিনি বলেন, যিশুই একমাত্র ঈশ্বর। হিন্দু ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার জন্য এর আগেও এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।” ওই টুইটেই তিনি প্রশ্ন তোলেন, “ভারত তোড়ো আইকন নিয়ে কি ভারত জোড়া যাত্রা চলছে?”

অবশ্য বিজেপির ওই ভিডিওর পাল্টা ময়দানে নেমেছে কংগ্রেস। এদিন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের তরফে জানানো হয়েছে, “বিজেপির ‘হেট ফ্যাক্টরি’ থেকে আরো একটি নৃশংস টুইট ভাইরাল হচ্ছে। অডিওতে যা কিছু রেকর্ড করা হয়েছে তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এটা বিজেপির গাত্রদাহ। ভারত জড়ো যাত্রা সফলভাবে আরম্ভ করার পর বিজেপি আরো হতাশ হয়ে পড়েছে। মানুষ এই যাত্রাকে বিপুলভাবে সমর্থন করছেন সেই জন্য।”

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version