Saturday, November 15, 2025

বাংলার অর্থনীতিকে ভাঙার চক্রান্ত, গার্ডেনরিচে টাকা উদ্ধারে পাল্টা বিজেপিকেই তোপ ফিরহাদ

Date:

শুধুমাত্র বেছে বেছে অবিজেপি রাজ্যগুলিকে টার্গেট করা হচ্ছে। সেখানে ইডি (Enforcement Directorate), সিবিআই (CBI) ও ইনকাম ট্যাক্স (Income Tax) দিয়ে তল্লাশি (Investigation) চালিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। শনিবার, গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন কলকাতার একাধিক এলাকায় ইডির হানা প্রসঙ্গে কলকাতার মেয়রের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার তৎপরতার পিছনে দুটি কারণ রয়েছে। প্রথমত আমাদের ভয় দেখানোর চেষ্টা এবং দ্বিতীয়ত বাংলার অর্থনীতিকে (Economy of Bengal) ভেঙে দেওয়ার চক্রান্ত।

ফিরহাদ হাকিমের আরও অভিযোগ, এসব করে তৃণমূল কংগ্রেসকে (TMC) ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। যাতে তারা বিজেপির বিরুদ্ধে কোনও লড়াই না করতে পারে। “আইটি রেড (Income Tax Raid), ইডি রেড (ED Raid) করে বোঝাতে চাইছে বাংলায় ব্যবসা (Business) করো না। ব্যবসা করতে গেলে আমাদের রাজ্যে চলে এসো। এখানে থাকলে আমরা এইভাবে ব্যবসায়ীদের আক্রান্ত করব। এভাবেই বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।“

এদিন টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম প্রশ্ন তোলেন, কোনও বিধানসভা এলাকা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা টাকা উদ্ধার করলে তার জবাব কেন সংশ্লিষ্ট বিধায়ককে দিতে হবে? যে এলাকায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই কলকাতা বন্দর মন্ত্রী ফিরহাদের বিধানসভার মধ্যেই পড়ে। শনিবার দুপুরে এ বিষয়ে মেয়রকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের পাল্টা দিয়ে প্রশ্ন করেন, তাঁর বিধানসভা এলাকা থেকে টাকা উদ্ধার হয়েছে বলেই তাঁকে জবাব দিতে হবে? দেশের বিভিন্ন প্রান্তে বহু টাকা উদ্ধার হচ্ছে। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে কুলুপ কেন এনিয়েও প্রশ্ন তোলেন ফিরহাদ।

ফিরহাদ এ প্রসঙ্গে দেশ থেকে ফেরার শিল্পপতি নীরব মোদির কথাও তোলেন। তিনি বলেন, “দেশ থেকে নীরব মোদি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে গিয়েছেন। তারপরে কি দেশের প্রধানমন্ত্রী কোনও জবাব দিয়েছিলেন? তবে এক্ষেত্রে কেন আমাদের জবাবদিহি করতে হবে?”

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version