Saturday, November 15, 2025

খাস কলকাতার (Kolkata) বুকে কবিতায় গানে দুদিন ব্যাপি জমজমাট অনুষ্ঠানের আয়োজন করল ‘ কবিতায় কথালাপ’ সংস্থা। গত ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২২-এ কলকাতার জ্ঞান মঞ্চ যেন হয়ে উঠেছিল বাঙালির ভালবাসার সাহিত্য আর সংস্কৃতির মেলবন্ধনের সেতু। দীর্ঘ এক দশকের যাত্রা নিয়ে কলকাতার সংস্কৃতি মনস্ক মানুষের উপস্থিতিতে দুদিনের উজ্জ্বল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করলেন ‘ কবিতায় কথালাপ’ এর ফাউন্ডার- ডিরেক্টর চন্দ্রিমা রায় (Chandrima Roy)। বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বিকাশ সিনহা (Dr.Vikash Sinha), লেখক চিন্ময় গুহ , শিল্পী প্রমিতা মল্লিক, হিডকোর (HIDCO) চেয়ারম্যান দেবাশিস সেনের (Debasish Sen) উপস্থিতিতে ৯ সেপ্টেম্বর মঙ্গলধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। হাসান হায়দার খানের সানাই আর রূপক ভট্টাচার্যের তবলার তালে এক সুরেলা সফর শুরু হয়। বন্ধুজনের গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন (Srabani Sen)। কথায় কবিতায় শ্রদ্ধাজ্ঞাপন করা হয় শঙ্খ ঘোষ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মীর আফসার আলি।

দ্বিতীয়দিনের উৎসব শুরু হয় ‘মেহফিল-ই মৌশিকী’ দিয়ে। উপস্থাপনায় আইভি বন্দ্যোপাধ্যায় (Ivy Banerjee), বৃষ্টিলেখা নন্দিনী (Bristhilekha Nandini),রূপক ভট্টাচার্য (Rupak Bhattacharya) সহ অন্যান্যরা। ‘বন্ধুজনের গান’ পরিবেশন করেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি শ্রীজাত। প্রাক দুর্গা পুজো মরসুমে আর ‘কবিতায় কথালাপ উৎসব’ এর সন্ধিক্ষনে ঢাকের বাদ্দ্যি দিয়ে এই বছরের অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version