ব্যাংককে যেতে পারলেন না মেনকা গম্ভীর (Menoka Gambhir),বিমানবন্দরেই তাঁকে আটকে দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই অভিবাসন দফতরে (Immigration Office)কয়েক ঘণ্টা বসিয়ে রাখা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে (Menoka Gambhir)। শনিবার মেনকা গম্ভীরের ব্যাংকক (bangkok)যাওয়ার কথা ছিল। শনিবার রাত ৯.১০ মিনিটে তাঁর বিমান ছিল। সেইমতো তিনি বিমানবন্দরেও পৌঁছে যান। অভিবাসন দফতরে গেলে তাঁকে জানান হয় যে তিনি বিমানে করে অন্যত্র যেতে পারবেন না, কারণ তাঁর নামে ইডির লুকআউট সার্কুলার আছে । বিমানবন্দর সূত্রে খবর এরপর তাঁরা দিল্লিতে ইডি দফতরে যোগাযোগ করেন। কলকাতা থেকে কেন্দ্রীয় সংস্থার এক অফিসার গিয়ে মেনকা গম্ভীরকে আগামী সপ্তাহে তলব করে নোটিশ দেন।

সূত্রের খবর,অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের নামে আগে থেকেই লুক আউট সার্কুলার জারি করে রেখেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে নোটিশ আগে থেকেই পাঠানো ছিল দেশের সমস্ত বিমানবন্দরেও। সেই সূত্র ধরেই তাঁকে আটকান হয়। যদিও মেনকা ঘনিষ্ঠরা বলছেন এই ব্যাংকক যাওয়ার কথা ইডিকে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। ৩০ অগাস্টের হাইকোর্টের নির্দেশ মেনেই চলছেন তিনি। অকারণে তাঁকে হেনস্থা করে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থতার চেষ্টা করছে বিজেপি, এমন কথাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
