Sunday, November 16, 2025

বেশ কয়েকমাস আগেই জানিয়ে ছিলেন মানুষ যেমন চায় তেমন তৃণমূল হবে। তারপর তা নিয়ে প্রচুর আলোচনা হয়। রবিবার, মালবাজারে মালবাজারে চা শ্রমিক সমাবেশ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেই এই নতুন তৃণমূলের ব্যাখ্যা দিলেন। বলেন, তিনি সেই দলের কথা বলছেন, যারা ২০১১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সিপিএমকে উৎখাত করে ক্ষমতায় এসেছিল। মানুষ সেই তৃণমূলকেই দেখাতে চায়। যে তৃণমূল শ্রমিক-কৃষকের দাবি নিয়ে লড়াই করেছে, তাকে মানুষ দেখতে চায়। একই সঙ্গে অভিষেক কড়া বার্তা- যদি ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করলে, দল তাদের পাশে থাকবে না।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ‘‘১২ জুলাই নতুন তৃণমূলের কথা বলেছিলাম। অনেক জলঘোলা হয়েছে। আমি বলেছিলাম, এমন তৃণমূল গড়তে হবে, যেমন মানুষ চায়।’’ তাহলে কী নতুন তৃণমূলে পুরনোরা ব্রাত্য? অভিষেক বলেন, ‘‘নতুন তৃণমূল মানে সেখান পুরনোরা থাকবেন না, এমন নয়। সকলেই থাকবেন।‘‘ ইতিমধ্যেই ব্লক স্তরে পরিবর্তন দেখা গিয়েছে। অভিষেকের মতে, ‘‘নতুন তৃণমূল মানে মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চাইছে, সেভাবেই তৃণমূলকে প্রতিষ্ঠিত করব। এই ব্লক কমিটি বেরিয়েছে। দেখেছেন কাদের সুযোগ দেওয়া হয়েছে।‘‘

অভিষেকের কথায়, এত বড় সংগঠন ভুলত্রুটি থাকতেই পারে। ভুল সংশোধন করা হচ্ছে। ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করলে তাঁর পাশে দল থাকবে না। কয়েকজন মানুষের জন্য অনেকের মনে দলের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয়েছে। আর সেই কারণেই নতুন তৃণমূল তৈরি করা হচ্ছে।

নাম না করে শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) নিশানা করেন অভিষেক। বলেন, ‘‘যাদের কাগজে মুড়েব টাকা নিতে দেখা গিয়েছে। ইডি-সিবিআই থেকে বাঁচতে যে দুনম্বরিগুলো বিজেপিতে আশ্রয় নিয়েছে। তাদের বিরুদ্ধে কী করেছে! ৮-১০ ঘণ্টা মলয় ঘটকের কাছে ১৪ হাজার টাকা পেয়েছে। আর যাদের কাগজে করে টাকা নিতে দেখা যাচ্ছে তারা বিজেপিতে গিয়ে সবাইকে চোর বলছে।‘‘

তৃণমূল নেতা-কর্মীদের তিনি বার্তা দেন, সাধারণ মানুষের পাশে থাকার। মাঠে ময়দানে থেকে লড়াই করার। “এমন ভাবে তৈরি হতে হবে যাতে আমাদের গায়ে যাতে কেউ আচড় কাটতে না পারে। যত বহিরাগত শক্তি আসুক না কেন তৃণমূলের গায়ে যেন একটা দাগও কাটতে না পারে”

এমন দলের কথা বলেন অভিষেক, যারা বাইরের আঘাতে ভেঙে পড়বে না। ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকে লড়াই করা নতুন তৃণমূলের কথা বলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version