মেনকাকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির, হেনস্থার লক্ষ্য অভিষেকই : তোপ কুণালের

কয়লাকাণ্ডে (Coal Scam) ইডির তলবে গতকাল মধ্যরাতেই সিজিও কমপ্লেক্সে হাজির  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর। তার আইনজীবী জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি AM’-এ তাঁর মক্কেল মেনকা গম্ভীরকে কয়লাকাণ্ডে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিওয়। কিন্তু, এসে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ। কর্তব্যরত এক জওয়ানকে তাঁরা বলেন, আমাদের ডেকেছে, তাই এসেছি। তারপর জওয়ান দরজা খুলে দিতেই তাঁরা হেঁটে ভিতরে ঢোকেন। লিফটে করে পৌঁছে যান ইডির অফিসে। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নিচে নেমে আসেন। আর এখানেই প্রশ্ন তুলেছে তৃণমূল। কী করে একজন মহিলাকে রাত সাড়ে বারোটার সময় তলব করা হয় ? এটা কি আইন অনুযায়ী হয়েছে ? প্রশ্ন তুলেছে শাসকদল। ইডি অবশ্য সমনে সময়ের জায়গায় ভুলবশত: অন্য সময় লেখা হয়েছে বলে মুক্তি দেয়।

এই বিতর্কের পর সোমবার সকালে ফের মেনকা গম্ভীরকে সিজিওতে ডেকে পাঠায় ইডি। সেই ডাকে সাড়া দিয়ে তিনি ফের হাজির হন। সেখানে টানা সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদে পর সন্ধে ৭:৪৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে তিনি বের হন।

ইডির এই আচরণের বিরুদ্ধে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মেনকা গম্ভীরের সঙ্গে তৃণমূল (TMC) দলের প্রত্যক্ষ কোনও সংযোগ নেই। তিনি দলের কোনও পদাধিকারী বা সদস্যও নন । তবে রাজনৈতিক পরিচয় না থাকলেও, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা আচরণ। আসল লক্ষ্য হচ্ছে, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পরিবার বা তাঁর ঘনিষ্ঠদের এভাবে হেনস্থা করা হচ্ছে।

যদিও কলকাতা হাইকোর্টের তরফে মেনকা গম্ভীরের (Menoka Gambhir ) ইস্যুতে একাধিক নির্দেশ রয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে, তা কলকাতাতেই করতে হবে। যখনই প্রয়োজন পড়বে, ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে। পাশাপাশি কোনও কঠোর পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া যাবে না।মূলত মেনকাকে পাসপোর্ট জমা রাখা বা বিদেশ যেতে পারা যাবে না, এধরণের কোনও নির্দেশই দেওয়া হয়নি। কিন্তু ব্যাঙ্কক যাওয়ার পথে মেনকাকে আটকেছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। এটা আইনসঙ্গত হয়নি বলে অভিযোগ। আদালতের সেই নির্দেশ অবমাননা করা হয়েছে অর্থাৎ মানা হয়নি বলেই অভিযোগ তোলা হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছেন মেনকা গম্ভীর। সেই মামলার শুনানি আগামী বৃহস্পতিবার।

আরও পড়ুন- বগটুই কাণ্ডে স্বস্তি রাজ্যের! রিপোর্ট দেখে সন্তুষ্ট হাইকোর্ট