Wednesday, November 12, 2025

রাজনৈতিক সংঘর্ষে দেশের মধ্যে বিজেপি শাসিত ত্রিপুরা প্রথম, এনসিআরবি-র রিপোর্টে চাঞ্চল্য

Date:

উত্তর-পূর্ব ভারতের মধ্যে গুন্ডামিতে সবার আগে বিজেপি শাসিত ত্রিপুরা। সম্প্রতি এনসিআরবি-র দেওয়া তথ্যে এমনই রিপোর্ট সামনে এসেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অবশ্য বারবার দাবি করেছিলেন, ত্রিপুরায় অপরাধের সংখ্যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। অথচ এনসিআরবি রিপোর্ট অন্য কথা বলছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে ১১৭ টি রাজনৈতিক হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং অভিযুক্তের সংখ্যা ২৫৯। যা সারা দেশের মধ্যে যা সবার উপরে। দিল্লি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানিয়েছে, শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চল নয়, সারা দেশের মধ্যে রাজনৈতিক হিংসার ঘটনা ত্রিপুরায় সর্বোচ্চ।

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দু তিনজন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার স্বরাষ্ট্র দফতরেরর আধিকারিকদের সঙ্গে নিয়মিত বিষয়টি নিয়ে যোগাযোগ রাখতে। এবং রিপোর্ট বলছে, মণিপুরে মাত্র দুটি ঘটনা নথিভুক্ত হয়েছে। এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে এমন সংঘর্ষের ঘটনা শূন্য।

সবচেয়ে উল্লেখযোগ্য যেটি তা হল ত্রিপুরায় ১১টি এমন ঘটনা ঘটেছে ,যেখানে খোদ পুলিশ আধিকারিক ও কর্মীরা আক্রান্ত হয়েছেন। অথচ এনসিআরবি রিপোর্ট বলছে ২০২০ সালে ত্রিপুরাতে মাত্র ২২টি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
অথচ ২০২১- ২২ সালে ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা শতাধিক ছাড়িয়েছে। বিধায়ক থেকে সাংসদ এমনকি সাংবিধানিক পদাধিকারীরাও এই রাজনৈতিক সংঘর্ষের শিকার হয়েছেন।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version