Monday, November 10, 2025

নবান্ন অভিযানের নামে রাজ্যজুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা বিজেপির, হয়রানিতে নিত্যযাত্রীরা

Date:

বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে সকাল থেকেই শুরু হয়েছে তৎপরতা। যাত্রী সুরক্ষার্থে শহরজুড়ে বন্ধ করা হয়েছে একাধিক রাস্তা। চলছে কড়া পুলিশি পাহাড়া। এরইমধ্যে নবান্ন অভিযানের নামে সকাল থেকেই রাজ্যজুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি কর্মীরা। জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। যার জেরে চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হচ্ছে আমজনতাকে।

আরও পড়ুন:বিজেপির নবান্ন অভিযানের দিনে শহরজুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক রাস্তা

বিজেপির দাবি, নবান্ন অভিযান আটকাতেই যানজট তৈরি করছে পুলিশ। এদিকে ভোগান্তি পোহানো যাত্রীদের দাবি, তীব্র যানজটে আটকে পড়েছেন হাওড়া ও শিয়ালদহ স্টেশনের যাত্রীরা।  আটকে রয়েছেন বহু নিত্যযাত্রী। এমনকি আটকে রয়েছেন এক ক্যান্সার আক্রান্তও।

অন্যদিকে, বিজেপির নবান্ন অভিযানে ব্যাপক ক্ষুব্ধ হাওড়ার ব্যবসায়ী মহল। দুর্গাপুজোর আগে বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। একদিকে মঙ্গলাহাট, অন্যদিকে হাওড়া ময়দান চত্বর।  সব জায়গায় জামাকাপড়ের অজস্র দোকান। কিন্তু বিজেপির নবান্ন অভিযানের জেরে কেনাকাটা করতে বের হতে পারবেন না অনেকেই। তাই বিজেপির ওপর ক্ষুব্ধ ব্যবসায়ী মহল।

এদিকে নবান্ন অভিযানের নামে সকাল থেকেই শুরু হয়েছে উত্তেজনা। রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। পরে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।  এর জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। নবান্ন অভিযান কর্মসূচিতে যাওয়ার সময় বোলপুর স্টেশনে বিজেপির কর্মীদের পুলিশ আটকালে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। একই ছবি দেখা গেছে কাটোয়া স্টেশন চত্বরেও।

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version