Monday, November 10, 2025

মেদিনীপুর সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তাঁর সফর টানা ৩ দিনের। আজ ১৩ সেপ্টেম্বর রয়েছে প্রসাসনিক বৈঠক, জব ফেয়ার সহ একাধিক কর্মসূচি। তাঁর সফরের প্রথম দিনে উপস্থিত থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যরাও। ওই জেলার নতুন সভাধিপতি কে হবেন, তাও চূড়ান্ত হতে পারে। মঙ্গলবার এই বৈঠক হবে খড়গপুর শিল্পতালুকে।

এরপর ১৪ তারিখে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন তিনি। সভা শেষে ফের ফিরে আসবেন খড়্গপুরেই। এবারে তাঁর নজরে কর্মসংস্থান থেকে কর্ণগড়।
উল্লেখ্য, সম্প্রতি রানি শিরোমণি ঐক্য মঞ্চ, ভালোবাসি কর্ণগড়, হেরিটেজ জার্নির বহু আবেদনের পর মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন কর্ণগড়ের রানি শিরোমণি গড় হেরিটেজ। রাজ্য সংরক্ষিত সৌধের মর্যাদা পেয়েছে এই গড়ের ২টি সৌধ। জানা গিয়েছে, এবারের সফরে এসে সেই কাজের অগ্রগতি কতটা তা নিয়েও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী।
আগামী ১৯ সেপ্টেম্বর রানি শিরোমণির মূর্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল। তা নিয়েও এই সফরেই থাকতে পারে ‘বিশেষ কিছু’। অন্যদিকে বিশেষ সূত্রে খবর, কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের তৈরি রানির আর্কাইভ মূর্তির অনুরূপ মূর্তি রানি শিরোমণি গড়ের সামনে বসানো হতে পারে স্থানীয় পঞ্চায়েতের তরফে।

আগামী ১৫ সেপ্টেম্বর হবে জব ফেয়ার। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাকে নিয়ে আয়োজিত হয়েছে এই কর্মমেলা। এখানে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ১৭০০ জন বেকার যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। আয়োজনে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতর।

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version