Tuesday, November 11, 2025

মেদিনীপুর সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তাঁর সফর টানা ৩ দিনের। আজ ১৩ সেপ্টেম্বর রয়েছে প্রসাসনিক বৈঠক, জব ফেয়ার সহ একাধিক কর্মসূচি। তাঁর সফরের প্রথম দিনে উপস্থিত থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যরাও। ওই জেলার নতুন সভাধিপতি কে হবেন, তাও চূড়ান্ত হতে পারে। মঙ্গলবার এই বৈঠক হবে খড়গপুর শিল্পতালুকে।

এরপর ১৪ তারিখে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন তিনি। সভা শেষে ফের ফিরে আসবেন খড়্গপুরেই। এবারে তাঁর নজরে কর্মসংস্থান থেকে কর্ণগড়।
উল্লেখ্য, সম্প্রতি রানি শিরোমণি ঐক্য মঞ্চ, ভালোবাসি কর্ণগড়, হেরিটেজ জার্নির বহু আবেদনের পর মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন কর্ণগড়ের রানি শিরোমণি গড় হেরিটেজ। রাজ্য সংরক্ষিত সৌধের মর্যাদা পেয়েছে এই গড়ের ২টি সৌধ। জানা গিয়েছে, এবারের সফরে এসে সেই কাজের অগ্রগতি কতটা তা নিয়েও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী।
আগামী ১৯ সেপ্টেম্বর রানি শিরোমণির মূর্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল। তা নিয়েও এই সফরেই থাকতে পারে ‘বিশেষ কিছু’। অন্যদিকে বিশেষ সূত্রে খবর, কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের তৈরি রানির আর্কাইভ মূর্তির অনুরূপ মূর্তি রানি শিরোমণি গড়ের সামনে বসানো হতে পারে স্থানীয় পঞ্চায়েতের তরফে।

আগামী ১৫ সেপ্টেম্বর হবে জব ফেয়ার। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাকে নিয়ে আয়োজিত হয়েছে এই কর্মমেলা। এখানে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ১৭০০ জন বেকার যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। আয়োজনে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতর।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version