Sunday, August 24, 2025

কাজে এলো না কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধির বার্তা। গোয়ায় (Goa) হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন ৮ বিধায়ক। বুধবার, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ও গোয়ার স্পিকারের সঙ্গে বৈঠকের পরে বিজেপিতে (BJP) যোগ দিলেন তাঁরা।

মাস দুয়েক আগেও কংগ্রেস (Congress) বিধায়কদের শিবির বদলের সম্ভাবনা দেখা দিয়েছিল। জল্পনা ছিল, আট কংগ্রেস বিধায়ককে (MLA) দলে যোগদান করানোর চেষ্টা করছে বিজেপি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিশেষ দূত পাঠিয়ে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে কথা বলেন। সাময়িকভাবে দলবদলে ইতি টানেন গোয়ার কং বিধায়করা। কিন্তু দলের রাশ আলগা হলে কী হয়, তার প্রমাণ পদে পদ মিলছে শতাব্দী প্রাচীন দলের ক্ষেত্রে। রাহুল গান্ধীর উদ্যোগে কংগ্রেস ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সেই সময়ই দল ছেড়ে বিজেপিতে গেলে কংগ্রেসের ৮ বিধায়ক। গোয়া বিধানসভায় ৪০ আসনের মধ্যে ২০টি বিজেপির দখলে। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১১জন। এই পরিস্থিতিতে ৮ জন বিধায়ক বিজেপিতে চলে যাওয়া কংগ্রেসের পক্ষে চাপের।

দুমাস আগে সোনিয়ার দূতের সঙ্গে বৈঠকের পরে গোয়ার বিক্ষুব্ধ নেতা মাইকেল লোবো আশ্বাস দিয়েছিলেন কংগ্রেস ছাড়ার কথা ভাবছেন না তিনি। কিন্তু এরপরেই সুর বদল। সস্ত্রীক বিজেপিতে যোগ দিয়েছেন লোবা।

রাজনৈতিক মহলের মতে, ফের ঘোড়া কেনাবেচায় নেমেছে গেরুয়া শিবির। গণতান্ত্রিকভাবে নয়, টাকা ছড়িয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ভাঙতে চাইছে বিজেপি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version