Friday, November 7, 2025

ফের বোলপুরে সিবিআই, এবার অনুব্রত ‘ঘনিষ্ট’ ব্যবসায়ীকে তলব

Date:

পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে তৎপরতা বেড়েছে কেন্দ্রীয় সংস্থাগুলির। কয়েকদিন ছাড়া-ছাড়াই রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। বুধবারও এর অন্যথা হয়নি। আজ সাতসকালে বীরভূমে পৌঁছে যায় সিবিআই। এরপর গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের ‘ঘনিষ্ট’ ব্যবসায়ী  রাজীব ভট্টাচার্যকে তলব করে তারা।শুধু তাই নয় ব্যবসায়ী সুদীপ দে-কেও তলব করেন সিবিআই আধিকারিকরা। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নথি না মেলায়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন:সিবিআই আর্জি খারিজ, এইমস নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিআইডিই

এদিন সকালে বোলপুরের রতনপল্লীতে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এরপরই সেই সূত্র ধরে আজই অনুব্রত ‘ঘনিষ্ট’ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করে সিবিআই। আজ দুপুর ২টো নাগাদ তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় বৃহস্পতিবার কোর্টে তোলা হবে সায়গাল হোসেনকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই তদন্তের জন্যই হয়ত বুধবার সাতসকালে বীরভূমে পৌঁছয় সিবিআই আধিকারিকরা। তথ্য জোগাড়ের উদ্দেশ্যে ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, বোলপুরে একাধিক রাইস মিল রয়েছে রাজীবের। অনুব্রতের স্ত্রীর চিকিৎসায় ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন রাজীব।  কেন তিনি এই টাকা দিয়েছিলেন,  এই টাকা ধার দিয়েছিলেন কি না, এর পাশাপাশি রাজীব ভট্টাচার্যের রাইসমিলের আয়ের উৎস কি, সেইসব তথ্য খতিয়ে দেখতেই এই তলব।


Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version