Friday, December 5, 2025

ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়লেন পার্থ, চোখে জল অর্পিতারও

Date:

Share post:

এসএসসি (SSC) দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)ভার্চুয়াল শুনানি ছিল বুধবার। পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও (Arpita Mukherjee) ভার্চুয়াল শুনানি হয়। সূত্রের খবর এদিন শুনানি চলাকালীন ভেঙে পড়েন পার্থ। হাউহাউ করে কাঁদতে কাঁদতে জামিনের (Bail) আবেদন করেন তিনি।

এই প্রথমবার নয়, এর আগেও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেন তাঁরা। এদিন কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়, শুনানিতে বলেন তিনি চক্রান্তের শিকার। নিজের জামিনের জন্যও আবেদন করেন তিনি। উল্লেখ্য, ভিডিয়ো কলে এই প্রথমবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্য়ায়। এদিন বিচারক তাঁকে জিজ্ঞাসা করেন তাঁর কিছু বলার রয়েছে কিনা। ঠিক তখনই হাউহাউ করে কাঁদতে কাঁদতে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তিনি বিচারককে বলেন তাঁর বাড়িতে ইডি ৩০ ঘণ্টা তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যানি। এরপরই কাতর পার্থ আবেদন করে বলেন, “বাঁচতে চাই। যে কোনও শর্তে যাতে জামিন দেওয়া হয় তাঁর ব্যবস্থা করুন।” পার্থ চট্টোপাধ্যায়ের পর ওই ভার্চুয়ালি শুনানিতে অর্পিতা মুখোপাধ্যায়কেও বিচারক জিজ্ঞাসা করেন তাঁর কিছু বলার রয়েছে কিনা? উদ্ধার হওয়া টাকার কথা উল্লেখ করে বিচারক অর্পিতাকে জিজ্ঞেস করেন তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা আসলে কার? উত্তরে অর্পিতা বলেন, টাকা উদ্ধারের সময় তিনি ওই স্থানে ছিলেন না। টাকা কার, কোথা থেকে এল – এসব কিছুই জানেন না বলে কেঁদে ফেলেন অর্পিতাও।

এদিন আদালতে ফের পার্থ চট্টোপাধ্য়ায়ের হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁরা বলেন পার্থ চট্টোপাধ্য়ায়ের রক্তাল্পতার সমস্যা রয়েছে। পাশাপাশি হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে ,শ্বাসকষ্টেরও সমস্যা আছে। এছাড়াও একাধিক সমস্যার কথা উল্লেখ করে তাঁকে জামিনের আবেদন করা হলেও আদালত সেই কথায় কর্ণপাত করেনি বলেই জানা যাচ্ছে। একইসঙ্গে বহাল রইল অনলাইনে ভার্চুয়াল হাজিরার নির্দেশও। আজ ইডির তরফে বলা হয় শেষ ১৪ দিনে আরও সম্পত্তির হদিশ মিলেছে। রিমান্ড পিটিশনে ইডি জানিয়েছে তদন্ত করতে গিয়ে আপাতত প্রায় ১০০ কোটির সম্পত্তির হদিশ মিলেছে। যামিনী রায় রোডে আরও সম্পত্তির হদিশ মিলেছে। অর্পিতার আরও ৫ কোটি টাকার হিসেব মিলেছে। আজ ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী- এর নামাঙ্কিত পিংলার স্কুলে পৌঁছে যান। ‘অপা’র আরও প্রায় ১০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এস এস সি নিয়োগ দুর্নীতির টাকায় কি এই স্কুল নির্মাণ হয়েছিল, এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ইডি আধিকারিকদের মনে।

spot_img

Related articles

সোমেই কোচবিহার সফরে মমতা, প্রশাসনিক বৈঠকের সঙ্গে থাকছে জনসভাও 

আবারও উত্তরে মুখ্যমন্ত্রী। মালদহের গাজোলের সভা থেকে সাফ জানিয়েছিলেন তিনি ভোট চাইতে না বরং মানুষের দুশ্চিন্তা দূর করতে...

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে...

ঘরে বসে বিশ্বকাপ দেখবেন! জল্পনা বাড়ালেন মেসি

বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)।...

প্রযুক্তিগত সমস্যায় রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়ার গতি শ্লথ

কেন্দ্রের ফতোয়ায় সমস্যায় রাজ্যের ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড...